ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ৬ বিষয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ৬টি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
রবিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২৭ জুলাই ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ৬টি বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো হলো- বাণিজ্য, কৃষি, পরিবহন, যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পর্যটন ও জ্বালানি নিরাপত্তা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এবার ডি-৮ এর ২৫তম বর্ষপূর্তিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সদস্যরাষ্ট্র বাংলাদেশ, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, মিশর, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সম্মেলনে উদ্বোধন করবেন। এবার আজার বাইজান সদস্য পদের জন্যে আবেদন করেছে। তাদের বিষয়টি চূড়ান্ত হলে এটি ডি-নাইন এ পরিণত হবে।
আরইউ/এসএন