এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ মাসের জেল, ভবন সিলগালা
এডিস মশার লার্ভা পাওয়ায় খিলগাঁও এলাকার একটি বাড়ির তত্ত্বাবধায়ককে ৩ মাসের জেল এবং আরেকটি বাড়ি সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাড়ির আঙ্গিনা ও অভ্যন্তরে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি ভবন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো এর তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক খিলগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অঞ্চল-২ এ অভিযানকালে মোট ৩৮টি ভবন পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে দুই ভবনে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এ সময় আদালত ২ ভবন মালিককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরবর্তীতে এক ভবনের মালিক আরোপিত অর্থদণ্ড দিলেও আরেক ভবনের মালিক তা দিতে অপারগতা প্রকাশ করেন এবং আদালত পরিচালনাস্থলে উপস্থিত হতে ব্যর্থ হন। এ সময় ভবন মালিকের ভাগ্নে ও ভবনটির তত্ত্বাবধায়ক সুলতানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের কাছে 'বাতায়ন' নামক একটি ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে প্রচুর লার্ভা থাকার খবর আসে। পরে আদালত সেখানে গিয়ে জানতে পারেন, ভবনটির কার্যক্রম ও তদারকির সঙ্গে সম্পৃক্ত লোকজন ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েক মিনিট আগে তড়িঘড়ি করে ভবনটির মূল ফটকে তালা লাগিয়ে চলে যান। এ সময় আদালত ভবনটি সিলগালা করে দেন।
পরবর্তীতে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো রাজারবাগ পুলিশ লাইনে যান এবং সেখানে ডেঙ্গু রোগের প্রকোপ রোধে পুলিশ সদস্যদের কাছে লিফলেট বিতরণ করেন এবং তাদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় সেখানে পুলিশের অনেক সদস্য জড়ো হয়ে এ বিষয়ে সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া শনিবার দক্ষিণ সিটির অন্যান্য অঞ্চলেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সব মিলিয়ে মোট ৮৩টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি বাসাবাড়ি ও ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক, অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সালেহ প্রমুখ।
আরইউ/এসজি/