ডেপুটি স্পিকারের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় উপাচার্য বলেন, বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও দেশপ্রেমিককে হারাল। বঙ্গবন্ধুর আদর্শের এ রাজনীতিবিদ আইন প্রণয়ন ও জনকল্যাণে প্রশংসনীয় অবদান রেখেছেন। এদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে তার অবদার চিরস্মরণীয় থাকবে।
ডেপুটি স্পিকার মরহুম মো. ফজলে রাব্বী মিয়ার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন জাবি উপাচার্য।
উল্লেখ্য, শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
এসজি/