ফজলে রাব্বী মিয়ার জানাজা সোমবার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা আগামী সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর প্রথম জানাজা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন।
শনিবার তিনি ঢাকাপ্রকাশকে জানান, মহুমের প্রথম জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বেলা ৩টায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে।
এর আগে আজ শনিবার সকালে পাঠানো এক শোকবার্তায় তিনি জানান, মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
কর্মকর্তা জানান, প্রধান বিচারপতির সঙ্গে মরহুমের দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলেও জানান কর্মকর্তা।
এদিকে ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির এবং সম্পাদক মো. আবদুন নূর দুলাল। সমিতি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির সভাপতি ও সম্পাদক বলেছেন, ফজলে রাব্বী মিয়া প্রগতিশীল রাজনৈতিক চেতনা সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার প্রয়াণে জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতি তাকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারা ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত, গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার সংসদ সদস্য হন ফজলে রাব্বী মিয়া। সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।
এমএ/