ডেপুটি স্পিকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধান বিচারপতির সঙ্গে মরহুমের দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক।
এমএ/এসএন