আইসিজে’র রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ফাইল ছবি
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার বিষয়ে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়েছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। আইসিজে’র দেওয়া এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিজে’র রায় আইনি এবং পদ্ধতিগত ভিত্তিতে মিয়ানমারের চারটি প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ এটা মনে করে যে আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্নটি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে এবং রোহিঙ্গাদের তাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করে মিয়ানমারে তাদের গৃহে টেকসই প্রত্যাবাসনের জন্য একটি আস্থা তৈরির ব্যবস্থাও প্রমাণিত হবে।
শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে এই রায় দেওয়া হয়। এর মধ্য দিয়ে গণহত্যার মূল মামলার শুনানির পথ উন্মোচিত হলো।
আরইউ/এসজি/