ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১১ লাখ টাকা
ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে রাজধানী ঢাকাসহ দেশের ৪৬টি জেলার ১০৯টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ জুলাই) এসব অভিযান চালানো হয়।
রাজধানীর ওয়ারী থানার নবাবপুর রোডে কাপ্তান বাজার কমপ্লেক্সে পিকে ইলেকট্রনিক অবৈধভাবে জেপি ক্যাবল কোম্পানির নামে নিম্নমানের ক্যাবল উৎপাদন করে বিক্রি করছে। একই অভিযোগ আরমান ইলেকট্রনিকের বিরুদ্ধে। তাই এই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া বৃহস্পতিবার রাজধানীর স্টেডিয়াম মার্কেট, শান্তিনগর, আনন্দ বাজারসহ দেশের ৪৬টি জেলায় ৫৮টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০৯টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দেশে লোডশেডিংয়ের সুযোগে এক শ্রেণির অসাধু বিক্রেতারা হঠাৎ করে চার্জার লাইট, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বেশি দামে বিক্রি করছে। বাধ্য হয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সফিকুজ্জামানের নির্দেশনায় দেশব্যাপী চার্জার লাইট, ফ্যানসহ ইলেকট্রিক সামগ্রীর উপর অভিযানে নামে কর্মকর্তারা। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর ওয়ারী থানার নবাবপুর রোডের বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে নিম্নমানের ক্যাবল বিক্রির তথ্য পাওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদ করে প্রতিষ্ঠানের যথাযথ ঠিকানা, বিএসটিআই সনদের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দুই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
জেডএ/এসজি/