বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি বিনিয়োগকারীরা: রাষ্ট্রদূত
সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান।
বৃহস্পতিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সৌদি রাষ্ট্রদূত একথা বলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব থেকে বাংলাদেশে আরও বিনিয়োগের সুবিধার্থে উভয় পক্ষের যৌথ আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে গতিশীল ভূমিকার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের জন্য সৌদি আরব সরকারের রাজনৈতিক ও মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রদূত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদি আরবকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
আরইউ/এসজি/