দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাবে: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মালয়েশিয়া নিয়ে সুখবর আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি বাংলাদেশি শ্রমিক চায়। শ্রমিকের স্বার্থের সুরক্ষা চায় বাংলাদেশ। দুই সপ্তাহের মধ্যে দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাবে। এ ছাড়া দেশটিতে যাদের মেয়াদ শেষ হয়েছে তারা আবেদন করলে মেয়াদ বাড়ানো হবে।
কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সব এজেন্সির নাম দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতা চায় বাংলাদেশ। শ্রমিকের কল্যাণ যাতে নিশ্চিত করা হয়, সেই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়বার কোনো শ্রমিক যেতে চাইলে পুনরায় আবেদন করতে হবে।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, কোনো কোনো দেশে কোনো এক্সচেঞ্জ হাউজ না থাকায় রেমিটেন্স পাঠানো যাচ্ছে না। ব্যাংকগুলোর এ বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে।
আসন্ন ডি-৮ সম্মেলন সম্পর্কে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী বাংলাদেশ সফর করবেন। ডি-৮ সম্মেলনে যোগ দিতে তিনি আসছেন। তবে অনেক দেশ আসতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। প্রত্যেক সদস্য রাষ্ট্রের কাছে নিমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছে।
আরইউ/এসজি/