সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে যাত্রীরা। এর ফলে সকাল থেকে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দর স্টেশনে গিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৮টার দিকে বিমানবন্দর স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্য যাত্রীরা স্টেশন অবরোধ করে বিক্ষোভ করছে। আন্দোলনকারীরা স্টেশন অবরোধ করলেও সারাদেশ থেকে ঢাকায় ট্রেন ঢুকতে কোনো সমস্যা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে নীলফামারী এক্সপ্রেস ট্রেনটিকে বিমানবন্দর স্টেশনে আটকে রাখা হয়।
এনএইচবি/এসএন