বাংলাদেশ-ব্রাজিল ভিসা অব্যাহতি চুক্তি সই
বাংলাদেশ ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট-এর বাহকদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ব্রাজিলের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আছেতো ফ্রাঙ্কো ফ্রান্সা চুক্তিতে সই করেন।
এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি ব্যবসায়িক দল এবং বাংলাদেশ-ব্রাজিল চেম্বার এর প্রতিনিধিবৃন্দ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রাজিল বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী স্বাধীনতার ২০০ বছর পূর্তিতে ব্রাজিলের জনগণকে অভিনন্দন জানান।
উক্ত অনুষ্ঠানে ব্রাসিলিয়াস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা, ব্রাসিলিয়াস্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং ব্রাজিল সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরইউ/এএস