স্যুট কোট পরে অফিস না করার পরামর্শ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের স্যুট পরে অফিস না করার পরামর্শ দিয়ে বলেছেন, গ্রীষ্মকালে কেউ স্যুট কোট পড়বেন না। বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হতে হবে। বিদেশিদের সঙ্গে মিটিং ছাড়া ফরমাল ড্রেস (পোশাক) পড়ে অফিস করতে হবে।
মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এসব কথা বলেন।
রাজধানীর শেরে-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন সচিব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি সভায় যোগ দেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, সরকারি অফিসের এসি যেন ২৪ ডিগ্রির নিচে নামানো না হয়। আর গ্রীষ্মকালে স্যুট কোট না পরে সরকারি কর্মকর্তারা যেন শুধু আনুষ্ঠানিক সভায় স্যুট পরিধান করেন। কয়েক বছর আগেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ১০টি দেশ শ্রীলঙ্কার মতো হলেও বাংলাদেশ সেই তালিকায় নেই। আমদানি ব্যয় যেভাবে বাড়ছে সরকারের বিভিন্ন উদ্যোগে তা কমে যাবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ বর্তমানে সুন্দর অবস্থায় রয়েছে। সার্বিকভাবে স্বস্তির জায়গায় আছে। কারণ আমদানি বৃদ্ধি পাওয়া ভালো। শিল্পের জন্য ক্যাপিট্যাল মেশিনারিজ বেশি আমদানি হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে শামসুল আলম বলেন, আগামী ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল চলবে। এ ব্যাপারে একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন,‘বেশি যাত্রী ওঠানামা করবে এমন মেট্রো স্টেশন যেমন- ফার্মগেট, সচিবালয়, কমলাপুর স্টেশনে যেন পর্যাপ্ত পার্কিং জায়গা রাখা হয়। একই সঙ্গে কমলাপুর রেলস্টেশন থেকে বিমানবন্দর রেলস্টেশনে যেন সহজে যাওয়া যায়। মতিঝিল থেকে কমলাপুর মেট্রোরেলের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সস্তায় অ্যাপার্টমেন্ট দেওয়া হবে।
জেডএ/এসজি/