অপরিচিতদের সঙ্গে ছবি না তোলার পরামর্শ ডিবি পুলিশের
সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিশিষ্টজনদের অপরিচিত বা স্বল্প পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে ছবি না তোলার জন্য বিশেষভাবে সতর্ক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনটি পরামর্শও দিয়েছে তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত কর্মকর্তা (এপিও) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর এমন সতর্কতা জারি করল গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ডিবি কার্যালয়ে ঢাকাপ্রকাশ-কে বলেন, আলাপকালে মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের ছবি তোলার বিষয়ে সতর্ক থাকার কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
গোয়েন্দা পুলিশ বলছে, দিন দিন এসব অপরাধ বেড়েই চলছে। এজন্য বড় প্রোফাইল ও সকল স্তরের মানুষকে বিভিন্নভাবে অতিরিক্ত সর্তক থাকতে হবে এবং সহজেই অপরিচিত কারো সঙ্গে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।
গোয়েন্দা পুলিশের ধারণা, মানুষ যদি এসব বিষয়ে সর্তক হন তাহলে কিছুটা হলেও তারা বিভিন্ন প্রতারণা থেকে রেহাই পাবেন।
মন্ত্রী, সংসদ সদস্য ও সমাজের বিশিষ্টজনদের উদ্দ্যেশে এরকম প্রতারণা এড়াতে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তিনটি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে। এগুলো হচ্ছে- মন্ত্রী, এমপি ও সমাজের বিশিষ্টজনদের ঘনিষ্ঠতার কথা বলে কেউ পরিচয় দিলে তা যাচাই বাচাই করুন; সমাজের বিশিষ্টজনদের ঘনিষ্ঠ পরিচয়ে কারো সঙ্গে লেনদেন থেকে বিরত থাকুন এবং মন্ত্রী, এমপি ও সমাজের বিশিষ্টজনদের সঙ্গে অপরিচিত বা স্বল্প পরিচিত কারো সঙ্গে ছবি তোলার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা।
কেএম/এনএইচবি/এসজি/