মিতব্যয়ী হতে ও দুর্নীতির ব্যাপারে সজাগ থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বর্তমানে বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বিদ্যুতের ব্যবহার থেকে শুরু করে সব ক্ষেত্রে সবাইকে মিতব্যয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে বলেছেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বিদ্যুতের ব্যবহার থেকে শুরু করে সব ক্ষেত্রে সবাইকে মিতব্যয়ী হতে হবে এবং দুর্নীতির ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।’
মঙ্গলবার (১৯ জুলাই) গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ একনেক সভা অনুষ্ঠিত হয়।
সবার শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এসব তথ্য জানান। সভায় মেট্রোরেল-৬ প্রকল্প সংশোধনসহ ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৫৮৫৭ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় সময়ের প্রতি সজাগ। তাই সময় মতো এ সভা অনুষ্ঠিত হয়। সারাবিশ্বে মূল্যস্ফীতি বাড়ছে, তেলের দাম অনেক বেড়ে গেছে তাই সার্বিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবাইকে মিতব্যয়ী হতে বলেছেন।’
সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই যাতে এটি প্রতিপালন করি সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন।
কিছুদিন আগে অনেক কিছুর দাম বেড়ে গেছে এজন্য মূল্যস্ফীতিও বেড়ে গেছে। তবে আমরা মনে করি চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুনের দাম কমতে শুরু করেছে।
এসব ফসলের বেশি করে ফলনের জন্য প্রান্তিক কৃষকদের সার, বীজ কম মূল্যে দেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন বর্ষার আগেই যাতে ড্রেজিং এর কাজ শেষ হয়। তবে কাজ হতে হবে মানসম্মত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের কাগজপত্র ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয় কোনো কাজ করে না। কাজেই যারা বলে যে, পরিকল্পনা মন্ত্রণালয় যা ইচ্ছা করে সেটা তাদের নিজস্ব কথা।
এ সময় পরিকল্পনা প্রতিমা ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অন্য সচিবরা উপস্থিত ছিলেন।
জেডএ/এমএমএ/