বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে ১ ঘণ্টা লোডশেডিং শুরু
বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে আগামী এক সপ্তাহ এক ঘণ্টা করে লোডশেডিং শুরু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) জ্বালানি আমদানি কমাতে বিদ্যুৎ ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমন্বয় সভায়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরের সপ্তাহ থেকে হবে দুই ঘণ্টা।
এছাড়াও রাত ৮টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট। না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
ইবাদতের সময় ছাড়া অন্য সময় উপাসনালয়ের এসি বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া সরকারি অফিসের সময়সীমাও কমিয়ে আনা হচ্ছে।
সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তও হতে পারে। তবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আরইউ/আরএ/