বিদেশ পাঠানোর নামে প্রতারণা, র্যাবের ৭ পরামর্শ
ইউরোপ ও মধ্যপ্রাচ্য যাওয়ার ক্ষেত্রে দালাল ও প্রতারক চক্র থেকে সাবধান থাকতে ৭টি পরামর্শ দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
র্যাব বলছে, ভুয়া ভিসা আর নকল বিএমইটি কার্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বেকার তরুণ-তরুণীদের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। এ চক্রটি বিদেশগামী মানুষের কাছ থেকে ৫-৭ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে অনিশ্চিত গন্তব্যে পাঠিয়ে তরুণ-তরুণীদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
জনশক্তি রপ্তানির জন্য তাদের কোনো লাইসেন্সকৃত ট্রাভেল এজেন্সি নেই। তাদের কোনো লাইসেন্সও নেই। তাই তাদের হাত থেকে সাবধান থাকতে সোমবার (১৮ জুলাই) র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ৭টি পরামর্শ দেন।
পরামর্শগুলো হলো- জনশক্তি রপ্তানির সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট ধরে বিদেশে যেতে হবে; যারা বিদেশ যেতে চান বা যাবেন তাদের চোখ-কান খোলা রেখে প্রথমে সকল বিষয়ে সচেতন হতে হবে; কোম্পানির এজেন্ট বা অন্য কোনো মাধ্যমে শ্রমিকদের বিদেশে যাওয়া বন্ধ করতে হবে; সহজ উপায়ে বিদেশ যাওয়া থেকে বিরত থাকতে হবে; লেনদেনের ক্ষেত্রে সর্তক থাকতে হবে; যারা মোটা অংকের টাকার বিনিময়ে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দিতে হবে; মধ্যপ্রাচ্য ও ইউরোপে চাকরির প্রলোভনে ভুয়া ভিসা-নকল বিএমইটি কার্ডের মাধ্যমে প্রতারণা হচ্ছে- এসব বিষয়ে সচেতন হতে হবে এবং প্রয়োজনে সবকিছু যাচাই বাচাই করতে হবে, যেকোনো সমস্যা মনে হলে আইনের সহায়তা নিতে হবে।
ঢাকাপ্রকাশ-কে এই পরামর্শগুলোর কথা তুলে ধরে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, যারা বিদেশগামী মানুষদের ঠকিয়ে অর্থনৈতিক বা যেসব প্রতারণা করছে তাদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, সম্প্রতি ভুয়া ভিসা ও নকল বিএমইটিকার্ড নিয়ে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেশ কয়েকজনকে ভিসা ও বিএমইটিকার্ড নকল হওয়ায় বিমানবন্দর থেকে ফেরত পাঠায়। পরে তারা র্যাবের সহযোগিতা চাইলে আবুল কালাম নামে দালাল চক্রের এক হোতাকে আটক করে র্যাব-৩। তিনি গত ৩ বছরে অবৈধভাবে অর্ধশতাধিক লোককে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়েছে। কিন্তু তারা বিদেশ গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।
র্যাব অধিনায়ক জানান, এর আগেও বেশ কয়েকটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে এসব প্রতারকরা সহজ-সরল বিদেশ গমনে ইচ্ছুক মানুষদের টার্গেট করে মোটা অংকের টাকার বিনিময়ে জাল ভিসা দিয়ে বিদেশে পাচার করে আসছিল।
কর্নেল আরিফ মহিউদ্দিন আরও জানান, কালামের অন্য সহযোগীদের গ্রেপ্তারে র্যাব চেষ্টা চালাচ্ছে।
কেএম/এনএইচবি/এসজি/