প্রস্তুত হচ্ছে লোডশেডিংয়ের সূচি
সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকেই পরিকল্পিত লোডশেডিং শুরু হচ্ছে। তাই কোন এলাকায় কখন লোডশেডিং হবে সেই সূচি তৈরি করছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।
আজ সোমবার (১৮ জুলাই) রাতেই ডিপিডিসি’র ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হবে। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় লোডশেডিং হবে তার তালিকা তৈরি করা হচ্ছে।
ডিপিডিসি’র ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, লোডশেডিংয়ের তথ্য জানানোর জন্য আলাদা একটি ট্যাব খোলা হয়েছে। সেখানে লেখা আছে এই মুহূর্তে কোথাও লোডশেডিং নেই।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগ সূত্র জানায়, তারাও তাদের ওয়েবসাইটে লোডশেডিংয়ের তথ্য প্রকাশ করবে। সোমবার না হলেও মঙ্গলবার নাগাদ তারা এই তালিকা প্রকাশ করতে পারে।
তবে দেশের সবচেয়ে বড় বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইটে তথ্য প্রচারের পরিবর্তে মাইকিং ও লিফলেট বিতরণের মতো পদক্ষেপে জোর দিচ্ছে।
ভর্তুকি বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। দাম বেড়ে যাওয়ায় এলএনজি আমদানির পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। ফলে অবধারিতভাবে লোডশেডিং করতে হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশের পরিবহন খাতের ৯০ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদনের ৩৪ শতাংশ তেলনির্ভর।
আরইউ/