রাত আটটার পর মার্কেট খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: প্রতিমন্ত্রী
রাত ৮টার পর খোলাও দোকানপাট ও মার্কেট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) বিকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি আমদানি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে, তারা খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। যদি কেউ অমান্য করেন তাদের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেবো।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত গত ২০ জুন থেকে কার্যকর রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এর ফলে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়।
আরইউ/