সামরিক রসদের বিমা ছিল, আর্থিক ক্ষতি হবে না: পররাষ্ট্র সচিব
ফাইল ছবি
গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমানে করে যে সামরিক রসদ বাংলাদেশে আসছিল, তা বিমার আওতায় থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রবিবার (১৭ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব একথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, যারা এগুলো এনেছেন তাদের কাছে দাম সম্পর্কে জানতে পারব। তবে যেহেতু ইনুস্যরেন্স করা আছে তাই উই আর কভার্ড।
দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এটি দুর্ঘটনা। যেহেতু বিমানটি গ্রিসে ভূপাতিত হয়েছে তাই দেশটির সরকার বলতে পারবে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় বিমানে সামরিক সরঞ্জাম আনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, এটি যদি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে সেটা যেকোনো বিমানেই তো হতে পারে। চুক্তিটা কী রকম ছিল বা সেখানে আমাদের সম্মতি নেওয়ার ব্যাপার ছিল কিনা, সাপ্লায়ার বলতে পারবে।
গ্রিসের পাশাপাশি ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কাজ করছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
আরইউ/এসজি/