ঢাকায় আসছেন হিনা রব্বানি খার
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার ঢাকায় আসছেন। এই সফরের মাধ্যমে প্রায় ১০ বছর পর কোনো পাকিস্তানি মন্ত্রী ঢাকায় আসছেন।
ঢাকার পাকিস্তান হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৮টি মুসলিম দেশের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন হিনা রব্বানি খার। আগামী ২৭ জুলাই ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে ডি-৮ এর সভাপতি বাংলাদেশ। জোটের অন্য সদস্যরা হলো-পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দাওয়াত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সূত্র জানায়, ড.মোমেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তান নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী নয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন।
হিনা রব্বানি খার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন। এর আগে ২০১২ সালে তিনি বাংলাদেশ সফরে আসেন। তখনও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এরপর আর কোনো পাকিস্তানি মন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি।
আরইউ/এমএমএ/