যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান
ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাই মুহাম্মদ ইমরানকে সরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে মনোনীত রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে মুহাম্মদ ইমরান সদর দফতরের পাশাপাশি জেদ্দা, বন, বার্লিন এবং অটোয়ার মতো বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মুহাম্মদ ইমরান কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও (কাজাখস্তান, কিরগিজস্তান এবং আফগানিস্তানে সমসাময়িক স্বীকৃতিসহ) দায়িত্ব পালন করেছেন। তিনি আবুধাবিতে আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থায় (IRENA) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে একজন মেডিকেল স্নাতক ইমরান জার্মানি থেকে ডিপ্লোমা ইন ডেভেলপমেন্ট ডিপ্লোমাসি অর্জন করেন এবং ইতালির সান রেমোতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হিউম্যানিটেরিয়ান ল থেকে মানবিক আইনের উপর একটি কোর্স সম্পন্ন করেন।
মুহাম্মাদ ইমরান ডা. জাকিয়া হাসনাতকে বিয়ে করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।
আরইউ/