বিমানের এমডি হলেন যাহিদ হোসেন, মাদকে আব্দুল ওয়াহাব
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব যাহিদ হোসেনকে।
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
যাহিদ হোসেন রাষ্ট্রায়ত্তে এই পরিবহন সংস্থার বর্মান এমডি আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন।
যাহিদ বর্মানে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই আদেশে জানানো হয়েছে, বিমানের এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
আবু সালেহ ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বিমানের এমডির দায়িত্ব পালন করে আসছিলেন।
একই আদেশে রংপুরের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব আব্দুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
এনএইচবি/এএস