দুই দিনে সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ ট্যানারি মালিকদের
চলতি বছর কোরবানির ঈদের দিন রবিবার ও পরদিন সোমবার সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া কিনেছেন ট্যানারি মালিকরা। এর মধ্যে ঈদের দিন তারা সাড়ে ৩ লাখ চামড়া সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ। বুধবার (১৩ জুলাই) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের আড়ত ও হাট থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করবেন তারা। চলতি মৌসুমে তারা ৯০-৯৫ লাখ চামড়া সংগ্রহ করবেন।
জানা গেছে, গত বছর প্রায় তিন লাখ কাঁচা চামড়া কিনেছিলেন ট্যানারি মালিকরা। সেই তুলনায় এ বছর প্রায় আড়াই লাখ বেশি চামড়া সংগ্রহ হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, বুধবার (১৩ জুলাই) থেকে ঢাকার বিভিন্ন আড়তগুলো থেকে লবণজাত চামড়া সংগ্রহ শুরু হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন এলাকার লবণজাত চামড়া আমরা আরও এক সপ্তাহ পর থেকে সংগ্রহ শুরু করব।
উল্লেখ্য, সাধারণত দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে প্রাথমিকভাবে তা লবণ দিয়ে সংরক্ষণ করে রাখেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। ঈদের ২-৩ দিন পর থেকে এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেন ট্যানারির মালিকরা।
এসআইএইচ