ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন হচ্ছে: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। শিগগির সেই কাজ শুরু হবে। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলনে।
এসময় সেতুমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে সড়কের জন্য দেশের কোথাও কোনো যানজট তৈরি হয়নি। শুধুমাত্র ব্যবস্থাপনা ত্রুটির কারণে কোথাও কোথাও যানজট হয়েছে।
তিনি বলেন, এই ব্যবস্থাপনার দায়িত্ব শুধু সড়ক পরিবহনের প্রকৌশল বিভাগেরই দায়িত্ব না, সামগ্রিকভাবে হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসনসহ দায়িত্বশীল সবার দায়িত্ব। তবে অস্বীকারের উপায় নেই, এই যানজটের পেছনে ব্যবস্থাপনা ত্রুটি ছিল।
ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ঈদের ছুটিতে উত্তরবঙ্গের যাতায়াতে শুধু যমুনা সেতুর ওপরেই ৪৩টি দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনা ত্রুটি না হলে এতগুলো দুর্ঘটনা কেন ঘটবে?
তিনি বলেন, একে তো ঈদের ছুটির পরিমাণ কম ছিল, মাত্র তিন দিন। অন্যদিকে সাভার-আশুলিয়া-চন্দ্রা এলাকার গার্মেন্টসগুলোর ছুটি পর্যায়ক্রমে দেওয়ার কথা বললেও গার্মেন্টস মালিকরা সেই ছুটি দিয়েছেন এক দিনেই। এতে করে একসঙ্গে সড়কের ওপর প্রচণ্ড রকম চাপ তৈরি হয়। এ ছাড়া পদ্মা সেতুর মতো যমুনা সেতুতে কোনো সার্ভিস লেন না থাকায় একটি দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত যানটি ক্রেনের সাহায্যে নিরাপদ স্থানে না নেওয়া পর্যন্ত সেতু ব্লক থাকে। সেখানে এতগুলো দুর্ঘটনা এই যানজটকে উসকে দিয়েছে।
কাদের বলেন, কিছু অব্যবস্থাপনা তো হয়েছেই, আমরা সামনের দিকে তাকাতে চাই। অতীতের ভুলগুলো থেকে আগামীর পথকে আরও মসৃণ করতে চাই।
তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের ফলে এবার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছেন। তবে এখানে একটা অংশ মিসিং রয়েই গেছে, সেটি হলো কালনা সেতু এবং অষ্টম চীন-বাংলা মৈত্রী বেকুটিয়া সেতু। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই দুটি সেতু চালু করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি সেতু দুটি উদ্বোধন করবেন।
চট্টগ্রাম সড়কে যানজটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে যাতায়াতে সেতুর কোনো সমস্যা না থাকলেও এই পথে দুর্বলতা হচ্ছে সড়কগুলো ৪ লেনের। এতে পরিবহনের চাপ বাড়ার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন। অচিরেই এর কাজ শুরু হবে।
আগামী ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকায় মেট্রোরেল চালু হবে। এ ছাড়া গাজীপুর অংশের এক্সপ্রেসওয়েও আগামী নির্বাচনের আগেই উদ্বোধন হবে। এতে রাজধানীর ওপরও চাপ কমবে, যানজটও কমে যাবে।
এনএইচবি/এসজি/