শিনজো আবের মৃত্যুতে খোলা শোকবইতে সই পররাষ্ট্রমন্ত্রীর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে ঢাকাস্থ জাপান দূতাবাসের শোকবইতে সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে শোকবার্তা দিয়ে সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোকবইতে সই শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। বিভিন্ন সময় বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে এসেছেন। আমার নিজেরও ভালো বন্ধু ছিলেন।
শুক্রবার (৭ জুলাই) জাপানের নারা শহরে বক্তৃতাকালে গুলিবিদ্ধ হন ৬৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। একই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
অসুস্থতার কারণে ২০২০ সালে শিনজো আবে পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তার যথেষ্ট প্রভাব ছিল।
আরইউ/এসএন