ঢাকা সিটিতে ৩২ হাজার টন বর্জ্য অপসারণ
ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে প্রায় ৩২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা সিটিকে কোরবানি বর্জ্য মুক্ত ঘোষণা দিয়েছেন দুই মেয়র।
ঈদের আগে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম ১২ ঘণ্টার মধ্যে এবং দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন।
কোরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ক তথ্য তুলে ধরতে সোমবার (১১ জুলাই) গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করে ডিএনসিসি। সেখানে মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসি থেকে অপসারিত কোরবানি বর্জ্যের তথ্য তুলে ধরে জানান, ঈদের দিন বেলা ১১টা থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত ১৯ হাজার ২২৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
গতকাল রবিবার ঈদের দিন বেলা ২টার দিকে সাঈদনগরে বসানো পশুর হাট পরিষ্কারের মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে কোরবানির বর্জ্য অপসারণের তথ্য তুলে ধরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, শনিবার (৯ জুলাই) রাত ১১টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ গত ৪৩ ঘণ্টায় ২ হাজার ৯৯৭টি ট্রিপের মাধ্যমে মোট ১২ হাজার ৬৪২.৬৮ মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঈদ উপলক্ষে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়। বর্জ্য অপসারণে প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন।
এসএম/এসজি/