সাড়ে ৯ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির
শনিবার (৯ জুলাই) রাত ১১ থেকে সোমবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত ৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে ৯ হাজার টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১১ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়াও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড হতেই গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আরইউ/এসএন