শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে

রাজধানী ছেড়ে গ্রামের দিকে ছুটছে নগরবাসী। যে যেভাবে পারছে গাড়িতে চেপে বসছে। বাস টার্মিনালে বাড়তি লোকের চাপ নেই। অনেকটা আয়েশি ভঙ্গিতে প্রতিটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষায় রয়েছেন টিকিট বিক্রেতারা। যে যখন যাচ্ছে মিলছে কাঙ্ক্ষিত টিকিট।

যাত্রীদেরও তাড়া নেই বাস ছেড়ে যেতেও তাড়া নেই। তবে রয়েছে বাড়তি ভাড়ার প্যারা। লোকাল বাসগুলোতে ১০ টাকার ভাড়া ৫০ টাকা নেওয়া হচ্ছে। অন্য সময় গাবতলী থেকে হেমায়েতপুর পর্যন্ত লোকাল বাসের ভাড়া ১০ টাকা কিন্তু শনিবার (০৯ জুলাই) সেই একই দূরত্বের ভাড়া নিচ্ছে ৫০ টাকা।

গাবতলী বাস টার্মিনালের পাশ দিয়ে ছেড়ে যাওয়া একটি বাসের কান্ডাক্টর আর যাত্রীর কথপোকথন শুনে জানা যায় বাড়তি ভাড়ার এই বিড়ম্বনা। লোকমান হোসেন নামের এক যাত্রী হাতে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ফুটপাত দিয়ে হাটছিলেন। আর তখনই একটি বাস এসে সামনে দাড়াল। লোকমান হোসেন ও আরও তিনজন দৌঁড়ে বাসের কাছে গিয়ে আবার ফিরে এলেন।

ওই যাত্রীর কাছে ভাড়ার বিষয় জানতে চাইলে অভিযোগের বস্তা খুলে দিলেন। তিনি বলেন, সব সময় হেমায়েতপুরের ভাড়া ১০ টাকা আজকে ৫০ টাকা চাচ্ছে। এটা তো ডাকাতি, এগুলো দেখার কেউ নাই। বাসের কন্ডাক্টরকেও দেখা যায় হাতের ৫ আঙুল দেখিয়ে ভাড়ার কথা জানিয়ে দিতে।

এ রকম লোকাল যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায়ের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার বাসেও বাড়তি ভাড়া আদায় করতে দেখা যায়। রাজশাহীগামী একটি লোকাল বাসে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৬০০-৭০০ টাকা। একই দূরত্বের এই বাসের ভাড়া অন্য সময় ৩৫০ থেকে ৪০০ টাকা।

শেষ মুহূর্তে যারা ঢাকা ছাড়ছেন তাদের বাস প্রাপ্তিতেও বাড়তি চাপ নেই। আবার টিকিট কাউন্টারেও ভিড় নেই। তবে রাজধানী থেকে যারা আমিন বাজার হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে যাচ্ছেন তাদের জন্য ঢাকা থেকে বের হওয়াই বড় চ্যালেঞ্জ। একইভাবে যারা রাজশাহী রংপুর যাচ্ছেন তাদেরও বড় চ্যালেঞ্জ ঢাকা থেকে বের হওয়া।

গাবতলী বাস টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার পর পশুর হাট পার হতেও লেগে যাচ্ছে ৪০ থেকে ৫০ মিনিট। ধীর গতিতে চলছে প্রতিটি যানবাহন। এই ধীর গতি আমিনাবাজার, সাভার পর্যন্ত। ফলে সাভার পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তবে অন্য বছরের মতো এবার ফেরিঘাটে বাড়তি ঝামেলা নাই। ঘাটে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলছে ফেরি।

শুধুমাত্র বাস না, ট্রাক, কাভার্ড ভ্যান, বাসের ছাঁদ সব খানেই যাত্রীদের ভিড়। অনেকে বাড়তি ভাড়ার ভয়ে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছে। তীব্র রোদের মধ্যে মাথায় ব্যাগ বস্তা নিয়ে হাটতে দেখা গেছে। এভাবেই শেষ মুহূর্তের যাত্রা চলছে।

এসএম/এসআইএইচ

 

 

Header Ad

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি

নিশাত রাসুল। ছবি: সংগৃহীত

জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক (যুগ্মসচিব) কাজী নিশাত রাসুলকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তার প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়ত আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন। আমরা সবাইকে বলবো, এই জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্মে আছে। কিন্তু ধংসাত্মক প্রক্রিয়া বেচে নিলে কারও কোনো লাভ হবে না।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Header Ad

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজান বলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় এখন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস বেনাপোল চেকপোস্টের বন্দর টার্মিনালে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর টার্মিনাল থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবেনা। তবে আন্ত জেলার বাসগুলো বেনাপোল পৌর বাস টার্মিনালেই থাকতে হবে ।সেখানেই যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তজনের কোনো বাসকে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আরো বলেন আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল পরিবহন বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা থেকে যেসব পরিবহন গুলো বেনাপোল আসে সেসব পরিবহন চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী উঠাতে পারবে এবং যাত্রী নামাতে পারবে ।তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবেনা।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা