জমে উঠেছে কোরবানির পশুর হাট
অবশেষে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। কাল বাদে পরশু ঈদুল আজহা। ছুটিও শুরু হয়ে গেছে। একারণেই হাটগুলোতে ক্রেতা সমাগম বেশি।
রাজধানীর কমলাপুর পশুর হাটে বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালেও দেখা যায় প্রায় ক্রেতাশূন্য। কিন্তু শুক্রবার (৮ জুলাই) বিকালে হাটে গিয়ে দেখা যায়, লোকে লোকারণ্য। আগামী পরশু ঈদ। তাই আগের মতো ক্রেতারা দাম শুনে পরে কিনবেন বলে চলে যাচ্ছেন না।
কমলাপুরেরই বাসিন্দা ইকবাল মাহমুদ এসেছেন গরু কিনতে। মাঝারি সাইজের গরু কিনবেন তিনি।
ইকবাল জানান, গরুর দাম বেশি চাইছে। গতকাল বৃহস্পতিবারও এসেছিলাম। দাম বেশি জন্য ফিরে গিয়েছিলাম। কিন্তু আজ তো কিনতেই হবে। সময় নাই আর।
তবে বেচাকেনা শুরু হলেও বড় গরুর ক্রেতা কম। মানুষ ছোট আর মাঝারি সাইজের গরু কিনতে হাটে এসেছে।
সাভারের একটি ফার্ম থেকে ১৩টি গরু আনা হয়েছে কমলাপুর হাটে। মাঝারি দুটো গরু বিক্রি হয়ে গেছে। কিন্তু বড় গরুগুলো এখনো রয়ে গেছে। তবে বিক্রেতা বলছেন, গরু বিক্রি হয়ে যাবে। সবে কেনাবেচা শুরু হয়েছে।
১২ লাখ টাকা দাম চাওয়া ৩২ মনের 'ব্ল্যাক টাইগার'ও শুক্রবার বিকাল পর্যন্ত বিক্রি হয়নি।
তরিকুল ঢাকাপ্রকাশ-কে বলেন, একজন ৬ লাখ পর্যন্ত দাম বলেছে। ৮ লাখে ছেড়ে দেব। এই দামে বিক্রি না হলে এলাকায় ফিরিয়ে নিয়ে যাব। এর কমে বিক্রি করলে লস হয়।
কমলাপুর হাটের শুরুতেই রয়েছে হাসিল ঘর। তাতে প্রায় ১৫ জন বসে আছেন হাসিল সংগহের জন্য। বৃহস্পতিবার তাদের অলস বসে থাকতে দেখা গেলেও শুক্রবার দেখা গেল তাদের ব্যস্ততার শেষ নেই।
এদেরই একজন রাসেল ঢাকাপ্রকাশ-কে বলেন, বিক্রি পুরোদমে শুরু হয়েছে। চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
আরইউ/এমএমএ/