ট্রেনের পর বাসেও শিডিউল বিপর্যয়
ঈদযাত্রাকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার যানজট রয়েছে শুক্রবার সকাল পর্যন্ত। এ কারণে বাসে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। যানজটের কারণে বাসগুলো টার্মিনালে আসছেই দেরিতে। ফলে উত্তরের বাসগুলো দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ছে।
টার্মিনালে বসে থাকতে থাকতে গরমে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এই বিপর্যয় মূলত গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কল্যাণপুর, গাবতলী ও মাজার রোডের দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারের সামনে শত শত মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। নির্ধারিত সময়ের এক থেকে দেড় ঘণ্টা দেরিতে বাসগুলো কাউন্টারে আসছে।
বাসগুলোর কাউন্টারের দায়িত্ব পালনরত কর্মকর্তারা জানান, যানজটের কারণে বাস কাউন্টারে আসছেই দেরিতে। এ কারণে ছাড়তেও দেরি হচ্ছে।
শামলী পরিবহনের সুপারভাইজার বেলাল বলেন, এমনিতেই দেরিতে বাস আসছে। তাই কাউন্টারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আবারও ছেড়ে দিতে হচ্ছে। ঢাকায় ফেরার পথে গাজীপুরের চন্দ্রায় যানজট হচ্ছে বলে জানান তিনি।
এর আগে শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছিলেন ট্রেনযাত্রীরা। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার (৮ জুলাই) ট্রেনের শিডিউল বিপর্যয় বেড়েছে।
কমলাপুর রেলস্ট্রেশনে ট্রেনের অপেক্ষায় থাকা অনেককে শুয়ে থাকতে দেখা যায়। তাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, টিকিট কেটেছি দুই ঘণ্টা অপেক্ষা করে। এখন মনে হচ্ছে বাড়ি যেতেও দুই ঘণ্টা লাগবে।
আরইউ/এসআইএইচ