কুমিল্লা সদর আসনের এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে। তাকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগেই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের প্রেক্ষিতে ভোটের ছয় দিন আগে বাহারকে এলাকা ছাড়তে বলে চিঠি পাঠাল ইসি। এর আগে কমিশন তাকে সতর্ক করলেও কোনো কাজ হয়নি।
তাই কমিশন বাধ্য হয়েই বুধবার (৮জুন) চিঠি পাঠিয়েছে বাহাউদ্দিন বাহারকে। এ কথা জানিয়েছেন, নির্বাচন কমিশনের যুগ্মসচিব জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
এই বলা হয়েছে: ‘কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশনা দেওয়ার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এমতাবস্থায়, অনতিবিলম্বে আপনাকে উল্লিখিত নির্বাচনী এলাকা ত্যাগ করে আচরণ বিধি প্রতিপালন বিষয়ে কমিশনকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’
এর আগে বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে করেছিলেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্থানীয় সরকারের নির্বাচনে প্রচারে অংশ নিতে পারেন না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে যেতে পারেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করে কুমিল্লায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে সভায় অংশ নিলে তাকে সতর্ক করে চিঠি দিয়েছিল ইসি।
কিন্তু মঙ্গলবার সাক্কু অভিযোগ করেন, বাহার নির্বাচনী এলাকায় অবস্থান করে দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এ ছাড়া পাশের সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়ে নানা নির্দেশনা দিচ্ছেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন রিফাত। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাক্কু লড়ছেন টেবিল ঘড়ি নিয়ে।
এনএইচবি/এমএমএ/