সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পর আট জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে৷ বুধবার (৮ জুন) সকালে সীতাকুন্ড থানায় এ মামলা করা করা হয়।
সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। থানার এসআই আশরাফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় এ মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত কতজন আসামি তার সংখ্যা উল্লেখ করা হয়নি। আটজনের নাম দেয়া হয়েছে।
ডিপো কর্মকর্তাদের আসামি করার কথা জানালেও 'তদন্তের স্বার্থে' তাদের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা। গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জন মারা গেছেন।
পোলট্রি ফিড, ভোগ্যপণ্য ও তৈরিপোশাক রাখার শর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোকে ছাড়পত্র দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। গত শনিবার রাতে ডিপোতে আগুন লাগার পর সেখানে রাসায়নিক রাখার বিষয়টি সামনে আসে। ডিপোতে কী কী রাসায়নিক রাখা ছিল, তা এখন খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এ জন্য তারা ডিপো থেকে নমুনা সংগ্রহ করেছে।
এএজেড