‘কার রেসে’ আহতরা ঢাকার দুই হাসপাতালে ভর্তি
রাজধানীর বনানীতে কার রেসের কবলে পড়ে দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আহতরা ঢাকার দুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, আহতরা হলেন-সিএনজি যাত্রী আলামিন মিয়া (৫০), দুলাল হোসেন (৩৫), হাবিবুর রহমান (৩০), বেলাল হোসেন ( ৩০) ও রাসেল (৩৫)। এদের মধ্যে আলামিন ও সিএনজিচালক রাসেল ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। একজনকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনায় গুরুত্বর আহত সিএনজিচালক রাসেলের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাসেলসহ আহত চারজনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি রশিদের বাড়িতে ভাড়া থাকেন এবং ডেকোরেটরে কাজ করেন। গতকাল রাতে কাজের জন্য রামপুরা থেকে সিএনজিযোগে বনানীতে যাওয়ার পথে নেভি এয়ারফোর্স হেডকোয়ার্টারের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।
উল্লেখ্য, শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে কার রেসের সময় দুর্ঘটনাকবলিত হয় দুটি সিএনজিচালিত অটোরিকশা। এর মধ্যে একটি সিএনজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষিপ্র গতিতে আসা বিলাসবহুল মার্সিডিজের (ঢাকা মেট্রো ভ ১১-২২৩১) ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এনএইচ/এসআইএইচ/