সোমবার, ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিজেএস পরীক্ষায় ৫ম

চা দোকানির ছেলে হলেন বিচারক

বিজেএস পরীক্ষায় ৫ম হওয়া রাবি ছাত্র মিলন। ছবি: সংগৃহীত

একটি ছোট্ট চায়ের দোকান। সারাদিন দাঁড়িয়ে থেকে চা বিক্রি করেন রবিউল ইসলাম। ভোরের আলো ফোটার আগেই বের হন, ফেরেন রাতের অন্ধকারে। মুখে ক্লান্তি, তবু চোখে একরাশ স্বপ্ন ছেলের পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়।

সেই স্বপ্নের প্রতিফলন ঘটালেন রবিউলের বড় ছেলে শাহাজাহান আলী মিলন। ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেছেন তিনি।

যশোর সদরের শেখহাটি গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা মিলনের সাফল্যের গল্প যেন সংগ্রামেরই আরেক নাম। বাবার চায়ের দোকানই ছিল সংসারের একমাত্র উপার্জনের উৎস। সেই আয়ে চলে সংসার, মায়ের চিকিৎসা, মিলন ও তার ছোট ভাইয়ের উচ্চশিক্ষার খরচ। অভাবের সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করে অবশেষে দেশের বিচার বিভাগের সদস্য হতে যাচ্ছেন তিনি।

স্বপ্নের পথে প্রথম ধাপ

মিলনের শিক্ষাজীবনের শুরু যশোরের সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে ভর্তি হন। স্কুল-কলেজ জীবনে পড়াশোনায় বরাবরই ছিলেন মেধাবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১৬তম স্থান অর্জন করে আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসর, নতুন পরিবেশ, শুরুর দিকে একটু বিভ্রান্ত ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পূর্বে মিলন জানতেন না বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন বিভাগ থাকে। ধীরে ধীরে তিনি নিজেকে মানিয়ে নেন এবং পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

বিচারক হওয়ার গল্প

বাবা রবিউল ইসলাম দিনের ১৬-১৭ ঘণ্টা দাঁড়িয়ে থেকে চা বিক্রি করেন। প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে রাত ৯টার পর ফেরেন। নিজের কষ্টের কথা না ভেবে শুধু ভাবতেন ছেলেদের ভবিষ্যৎ নিয়ে। মা শাহানাজ বেগমও ছিলেন অনুপ্রেরণার আরেক নাম। সাত বছর আগে অসুস্থ হয়ে পড়েন মা শাহানাজ। ডাক্তার তাকে পুরোপুরি বেড রেস্টে যেতে বলেন। অর্থের টানাটানিতে কখনো কোনো গৃহকর্মী রাখার সামর্থ্য হয়নি, তাই নিজের শরীরের কথা না ভেবেই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

মিলন বলেন, ‘আমার বাবা সবসময় বলতেন, আমার রক্ত বিক্রি করে হলেও তোমার পড়াশোনার খরচ চালাবো। তুমি কখনো পড়াশোনা বাদ দিও না। সেই কথাগুলোই আমার শক্তি ছিল। তাঁদের মুখের দিকে তাকিয়ে আমি কোনো কষ্টকে কষ্ট মনে করিনি।’

বিজেএসের প্রস্তুতির লড়াই

আইন বিভাগের চতুর্থ বর্ষে ওঠার পর বুঝতে পারেন, তার কোর্সের সঙ্গে বিজেএস পরীক্ষার সিলেবাসের অনেক মিল রয়েছে। তখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। কিন্তু ১৬তম বিজেএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি, যা তার জন্য বড় ধাক্কা ছিল। তবে হাল ছাড়েননি। ১৭তম বিজেএসকে লক্ষ্য করে পড়াশোনা চালিয়ে যান।

তবে তার প্রস্তুতির পুরো সময়টা ছিল চ্যালেঞ্জে ভরা। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর একপর্যায়ে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু আগের পড়া জ্ঞান কাজে লাগিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা দেন।

ভাইভা বোর্ডে নার্ভ পরীক্ষা

মৌখিক পরীক্ষা ভালো হয়নি বলে মনে করছিলেন মিলন। মিলন বলেন, ‘তারা আমাকে প্রশ্ন করেছে বাইরে থেকে। আমার সাথে সবাইকে যেখানে গড়ে ২৫ মিনিট করে ভাইবা নিয়েছে। সেখানে আমার নিয়েছিল মাত্র ১০ মিনিট। তখন আমার খুবই চিন্তা হয়। আমি ফিরে আসার সময় মনে হচ্ছিল তারা আমাকে নিতে চায় না। তবে, ফল প্রকাশের পর যখন জানলাম ৫ম হয়েছি। তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। পরে মনে হয়েছে হয়তো ভাইভা বোর্ডে আমার নার্ভ পরীক্ষা করা হয়েছিল।’

বিচারকের চেয়ারে বসার প্রতিশ্রুতি

নবনিযুক্ত বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সমাজের প্রতি নিজের প্রতিশ্রুতি স্পষ্ট করেছেন মিলন। তিনি বলেন, ‘সব সরকারই বিচারকদের স্বাধীনতা দিতে ভয় পায়। তবে আমি আশাবাদী, আমরা আরও স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারবো। পাশাপাশি সচেতন থাকবো, যেন আমার দ্বারা কোনো অন্যায় না হয়। সব সময় মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

অনুজদের জন্য পরামর্শ

বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে মিলন বলেন, ‘প্রতিদিন ১০-১২ ঘণ্টা পড়তে হবে, বিষয়টা এমন নয়। বরং পড়াশোনা করতে হবে স্মার্টলি। কেউ যদি তৃতীয় বর্ষের শেষের দিক থেকে সিরিয়াসলি প্রস্তুতি নেয়, তাহলে সফল হওয়া সম্ভব।’

তবে বিজেএস বা বিসিএস-ই কি সফলতার মাপকাঠি? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘সাফল্য একেকজনের কাছে একেক রকম। কেউ যদি স্বপ্ন দেখে বিচারক হবে, তার কাছে এটি সবকিছু। আবার কেউ যদি ঝুঁকি নিতে চায়, নতুন কিছু এক্সপ্লোর করতে চায়, তার কাছে বিজেএস-বিসিএসই সব নয়।’

বাবার চোখে ছেলের সাফল্য

বাবা রবিউল ইসলামের চোখে আনন্দাশ্রু। এক বুক তৃপ্তি নিয়ে বলেন, ‘আমি কষ্ট করেছি, আর আমার ছেলে অর্জন করেছে। ছোটবেলা থেকেই সে পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিল। আমি কখনো তাকে কোনো কিছুতে বাধা দেইনি। শুধু চেয়েছি, সে যেন ভালোভাবে পড়াশোনা করে। আজ সে বিচারক হচ্ছে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!

Header Ad
Header Ad

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Header Ad
Header Ad

বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। ছবি: সংগৃহীত

দেশের সব ঈদ জামাতে অংশগ্রহণকারী, প্রবাসী শ্রমিক ও নারীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি বলেন, "ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন। আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটিকে স্থায়ীভাবে গড়ে তুলতে চাই।"

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের নামাজের পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "সব প্রতিকূলতার মধ্যেও ঐক্য অটুট রাখতে হবে। একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের মধ্য দিয়েই আমরা বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়তে চাই।"

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদের জামাত উপলক্ষে সকাল থেকেই রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। কঠোর নিরাপত্তার মধ্যে পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন দেখা গেছে।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই মাঠে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

Header Ad
Header Ad

ঈদের সকালেও নাড়ির টানে ছুটছে মানুষ

ছবি: সংগৃহীত

সিয়াম সাধনার এক মাস শেষে নাড়ির টানে গ্রামে ফিরছেন অনেকে। যদিও ঈদযাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ, তবুও ঈদের সকালেও রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন বহু মানুষ।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর ফকিরাপুল বাস টার্মিনালে সরেজমিনে দেখা গেছে, শেষ মুহূর্তেও অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে পর্যাপ্ত পরিবহন সেবা না থাকায় কিছু যাত্রী বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন।

ফকিরাপুলের শ্যামলী কাউন্টারের ম্যানেজার মিঠু বলেন, "সকাল ৯টায় আমাদের একটি বাস ছেড়েছে, এরপর আবার বিকালে বাস চলবে। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার সকালে যাত্রী বেশি থাকে।"

এদিকে, গ্রীন লাইন পরিবহণের ম্যানেজার সৌমিত্র জানান, তাদের বিভিন্ন রুটে সারাদিন বাস চলবে। তিনি বলেন, "আজ সকাল থেকেই প্রচুর যাত্রী রয়েছে। বেশিরভাগ পরিবহন বন্ধ থাকায় চাপও বেশি।"

চট্টগ্রামগামী যাত্রী ফরিদুল ইসলাম বলেন, "আগেই বাড়ি ফেরার ইচ্ছা ছিল, কিন্তু ছুটি না পাওয়ায় পারিনি। শেষ মুহূর্তে ছুটি পেয়ে ঈদের সকালেই রওনা হলাম। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত বাড়ি পৌঁছাতে পারবো।"

ইয়াসমিন নামের এক যাত্রী বলেন, "ভেবেছিলাম ঢাকাতেই ঈদ করবো, কিন্তু বাচ্চারা মামাবাড়ি যেতে বায়না ধরায় যেতে হচ্ছে। বাস সংকট থাকলেও আলহামদুলিল্লাহ, সিট পেয়েছি।"

শেষ মুহূর্তেও যারা গ্রামে ফিরছেন, তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুখিয়ে আছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার
ঈদের সকালেও নাড়ির টানে ছুটছে মানুষ
ঈদের দিন ইসরায়েলি হামলায় নিহত ৬৪ ফিলিস্তিনি
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
টাঙ্গাইলে ঈদের মাঠে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি
বছর ঘুরে এলো খুশির ঈদ, আজ দেশজুড়ে উদযাপন
যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ঈদ জামাত, প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ
মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করে যা বললেন তারেক রহমান
ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারী-শিশুসহ নিহত ৪
ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া ও তারেক রহমান
ঈদের আগের দিন গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান
ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ছাড়লেন ৪১ লাখ মানুষ
ঈদেও রেহাই নেই গাজার, ইসরায়েলি হামলায় নিহত ৯
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
ফিলিস্তিনের আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ
জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি কমিশনার