বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ভাবনা মুখার্জী

চলচ্চিত্রযাত্রা: গুণী নির্মাতার মর্মছেঁড়া কথা

দেশবরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ একবার এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘চলচ্চিত্রকার না হলে লেখক হওয়ার চেষ্টা করতাম।’ এ কথা থেকে বোঝা যায়, লেখালেখির প্রতি আগ্রহ ছিল তার। তারেক মাসুদের লেখালেখির প্রতি আগ্রহের অনুপম নিদর্শন ‘চলচ্চিত্রযাত্রা’ শীর্ষক গ্রন্থ। দীর্ঘ ২৫ বছরে তিনি চলচ্চিত্রকেন্দ্রিক নানা প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন, তাতে প্রতিফলিত হয়েছে চলচ্চিত্র-ভাবনা, দেশের চলচ্চিত্র নির্মাণের সংকট ও সম্ভাবনা এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট তার নানামুখী অভিজ্ঞতার মর্মছেঁড়া কথা।

তারেক মাসুদের শিক্ষাজীবন শুরু হয়েছিল মাদ্রাসার মাধ্যমে। একাত্তরের যুদ্ধ শেষ হলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক লাভ করেন । বিশ্ববিদ্যালয় থেকেই নানান রকম সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। চলচ্চিত্র, রাজনীতি তার হাতেখড়ি তখনই। তারপর প্রামাণ্যচিত্র নির্মাণ দিয়ে চলচ্চিত্র জীবনে প্রবেশ করেন। ধীরে ধীরে দেশের চলচ্চিত্রের অন্যতম প্রাণভোমরা হয়ে ওঠেন।

বইটির শুরুর দিকের বেশ কয়েকটি লেখা তার নিজের চলচ্চিত্রগুলো তৈরির অভিজ্ঞতা নিয়ে । ‘আদম সুরত’, ‘মুক্তির গান’ এবং ‘মাটির ময়না’ নির্মাণের সময়কালের গল্প, বিশ্বসভায় বাংলাদেশের সিনেমার কথা বলেছেন তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গী থেকে। সেই সঙ্গে আছে চলচ্চিত্র আন্দোলনের ৪০ বছর পূর্তিতে তার সিনেমা যাত্রার আগেরকার চিন্তা ভাবনা নিয়ে কথা। এ ছাড়াও স্মৃতিকথা লিখেছেন সত্যজিত রায় এবং আলমগীর কবিরকে নিয়ে । এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাজ নিয়ে আলোচনাও ছিল। সাধারণত যাদের প্রতি আমাদের প্রবল মুগ্ধতা কাজ করে, তাদের সম্পর্কে আমরা একটু পক্ষপাতদুষ্ট থাকি। কিন্ত তিনি যাদের গুণ্মুগ্ধ ছিলেন, তাদের অপছন্দের ব্যাপারগুলোতে সমালোচনা করেছেন বেশ সাবলীলভাবেই।

তারেক মাসুদ ছিলেন স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা। তৎকালীন বাংলাদেশে চলচ্চিত্রকে তিনি সেই দৃষ্টিকোণ থেকেই দেখেছেন এবং নিজের মতো বিশ্লেষণ করে লিখেছেন। তার দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা অনবদ্য। বিশেষ করে স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের কতোটুকু সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়, সেটা আমরা জানি। আগে সেই সংঘর্ষ তুলনামূলক বেশিই ছিল বইকি। তার লেখাগুলো পড়লে তখনকার নির্মিত স্বাধীন ধারার চলচ্চিত্রগুলো দেখলে ব্যাপারটা আরো গভীর ভাবে অনুভব করা যাবে।

তারেক মাসুদের লেখার একটা অংশজুড়ে তিনি কথা বলেছেন নিজের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে। বলেছেন সেই বিশ্ববিদ্যালয় জীবনের আড্ডাগুলো নিয়ে, যেগুলো তাকে ‘তারেক মাসুদ’ হতে সাহায্য করেছিল। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লেখক শিবিরের সঙ্গে সম্পর্ক, আহমদ ছফার সান্নিধ্য, বন্ধুমহল ইত্যাদি সম্পর্কে সুন্দর স্মৃতিকথামূলক লেখা আছে বইটিতে।

চলচ্চিত্রের তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়েও তিনি কথা বলেছেন এই বইয়ে । চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে দীর্ঘ ছয়বছর শুটিং করার পর তৈরি হয় তার প্রথম প্রামান্যচিত্র। বইটিতে রয়েছে এর পেছনের নানা কথা। বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি তৈরী করেন সিনেমার ঐতিহাসিক ব্যাকরণের বিরুদ্ধে যাওয়া চলচ্চিত্র ‘মুক্তির গান’। ‘মাটির ময়না’ সিনেমাটি যখন বাংলাদেশের সেন্সরে আটকে ছিল, তখন সেই একই সিনেমা বিশ্বের নানান জায়গা থেকে প্রশংসা আর পুরস্কারের ভূষিত হচ্ছিলো। ক্ষোভ হতাশা আর আনন্দের সম্মিলিত চিত্র ফুটে উঠে ‘মাটির ময়না’ নিয়ে তার প্রতিটি লেখায় ।

তারেক মাসুদের লেখার একটি বড় অংশজুড়ে ছিল মুক্তিযুদ্ধ এবং সেই বিষয়ক চলচ্চিত্র নিয়ে নানা রকম কথা । আফসোস করেছেন বাংলাদেশের চলচ্চিত্র সংরক্ষণ না করার ফলে তাদের হারিয়ে যাওয়া নিয়ে। দুঃখ প্রকাশ করেছেন জহির রায়হানের চলে যাওয়া নিয়ে।

তারেক মাসুদ ছিলেন বাংলাদেশের এক অমূল্য সম্পদ। তার লেখালেখিগুলো জীবদ্দশায় সংকলিত আকারে প্রকাশ হলে বইটি আরও গোছানো হতো বলে আমার বিশ্বাস। চমৎকার এই বইটিতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সংকট, তবু তার প্রবল আশাবাদ এবং সম্ভাবনা—সবই তার প্রাঞ্জল লেখনীতে সাবলীলভাবে প্রকাশ পেয়েছে। চলচ্চিত্রপ্রেমীসহ সব ধরনের পাঠকদের তৃপ্ত করতে সক্ষম হবে আশা করি।

 

চলচ্চিত্রযাত্রা
তারেক মাসুদ
প্রকাশক: প্রথমা
দাম: ৩০০ টাকা
আইএসবিএন: 9789843338860

Header Ad
Header Ad

নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

ভাইরাল সেই চলমান-খাট। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবাব শেখের তৈরি ভাইরাল 'চলমান-খাট'টি জব্দ করেছে পুলিশ। প্রায় দেড় বছরের কঠোর পরিশ্রমের পর তৈরি করা এই খাট-গাড়িটি গত রোজার ঈদের দিন ‘ট্রায়াল’ দিতে বের হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই হাজার হাজার মানুষ ভিড় জমানো শুরু করেন খাটটি দেখতে।

বিবিসি জানিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ এই গাড়িটি জব্দ করেছে, কারণ এটি মোটর ভেহিকলস আইনের বিরোধী। নবাব শেখের এই গাড়িটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাস্তা চলতে শুরু করেছিল।

নবাব শেখ জানিয়ে বলেন, একদিন ঘুমের মধ্যে স্বপ্নে তিনি ভাবলেন, যদি খাটে চেপে চায়ের দোকানে যাওয়া যেত! সেই চিন্তা থেকেই শুরু হয় চলমান-খাটের নির্মাণ। প্রথমে খাটে চারটি চাকা লাগানো হয়েছিল, তবে সেটি নিজের শক্তিতে চলছিল না। পরে, তিনি একটি ইঞ্জিন ফিট করে চলমান খাট তৈরি করেন। রোজার ঈদের দিন বন্ধুদের সহায়তায় তিনি খাটটি নিয়ে বের হন এবং ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

নবাব শেখের ভাই আলমগীর শেখও এই প্রকল্পে তার সহায়তা করেন। দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করে, তারা খাটের কাঠামোর সাথে ৮০০ সিসি ইঞ্জিন এবং মারুতি ওমনি গাড়ির চেসিস লাগিয়ে একটি চলন্ত খাট তৈরি করেন। স্থানীয় কাঠমিস্ত্রি ও গাড়ির মেকানিকদের সহায়তায় এটি তৈরি করা হয়।

নবাব শেখ পেশায় গাড়িচালক, মাসে প্রায় ৯ হাজার ভারতীয় রুপি আয় করেন। এই খাট বানাতে স্ত্রীর গয়না বিক্রি করতে হয়েছে, এমনকি কিছু সময় তাদের বাড়ির পাশের গুদামেই এটি রাখা হয়েছিল। কিন্তু আইনি অনুমতি না থাকায় পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, যখন নবাব শেখ গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিলেন, তখন এক সিভিক পুলিশ সদস্য লাফ দিয়ে বিছানার ওপরে উঠে বসেন, এবং রাস্তার মানুষজন মজা নিয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১২ টি উপজেলায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

তারমধ্যে- এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য জানিয়েছেন।

জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭ টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারমধ্যে এসএসসি কেন্দ্র সংখ্যা ৪২ টি ও ভেন্যু ৩৯ টি, দাখিল কেন্দ্র সংখ্যা ১৫ টি ও ভেন্যু ৩ টি, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র ২৫ টি ও ভেন্যু ৫ টি এবং দাখিল (ভোকেশনাল) কেন্দ্র ৩টি।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় মোট ৮৫ টি কেন্দ্রে ৪৭ টি ভেন্যুতে ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন- পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা দেখভাল করবেন।

Header Ad
Header Ad

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল

আম্পায়ার গাজী সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যে টস শেষে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে শুরু করেন। মাথা ঘোরানোর পাশাপাশি তিনি ঘুম ঘুম অনুভব করছিলেন। তবে তিনি ঘুমাতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপির মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ জানান, "আমরা গাজী সোহেলের সঙ্গে কথা বলে জানতে পারি, রাতের বেলা ঠিকমতো ঘুম হয়নি, যার ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে, তবে হার্ট রেট কিছুটা বেশি ছিল। বর্তমানে তিনি ঘুমাচ্ছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আধঘণ্টা পর্যবেক্ষণের পর যদি তার শারীরিক অবস্থা ঠিক থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।"

এদিকে, গাজী সোহেলের অসুস্থতার কারণে তার স্থানে মাঠে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ, এবং অন্যান্য আম্পায়ার হিসেবে আছেন হাবিবুর রহমান। এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়। মোহামেডান ৪৩ ওভার শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছে। মুশফিকুর রহিম ৪৫ রানে এবং মেহেদি হাসান মিরাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নবাব শেখের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু