শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব ২

দ্য ফার্স্ট ম্যান

ততক্ষণে আরব গাড়োয়ান আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আঙুর গাছের শুকনো লতাপাতা দিয়ে আগুন আরো বাড়িয়ে দিচ্ছে সে। পেটের উপর হাত দিয়ে লুসি টেবিলটার কাছে দাঁড়িয়ে। লণ্ঠনের দিকে ফেরানো তার সুন্দর মুখখানার এপাশ থেকে ওপাশে ছড়িয়ে পড়ছে ব্যথার ঢেউ। রুমের স্যাঁতস্যাঁতে আবহ কিংবা দারিদ্র আর অবহেলার গন্ধ–কোনোটাই তার নজরে পড়েনি বলেই মনে হয়। তার স্বামী উপরের তলার রুমগুলোতে ব্যস্ত। সিঁড়ির মাথায় এসে আরব গাড়োয়নকে জিজ্ঞেস করে, শোবার রুমে বোধ হয় উনান নেই, না?

–না, অন্য রুমেও নেই।

এদিকে এসো, বলে ডাক দেয় হেনরি। গাড়োয়ান তাকে অনুসরণ করে এবং একটু পরে পেছন ফিরে হাঁটতে হাঁটতে নেমে আসে। তার হাতে ধরা একটা জাজিমের এক প্রান্ত। অন্য প্রান্ত ধরে এগিয়ে আসতে থাকে হেনরি। জাজিমটাকে তারা উনানের পাশে রাখে। হেনরি টেবিলটাকে এক কোণায় রাখে। আর গাড়োয়ান ততক্ষণে ওপরের তলা থেকে একটা কোলবালিশ আর কয়েকটা কম্বল নিয়ে ফিরে আসে। স্ত্রীর হাত ধরে জাজিমের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে হেনরি বলে, এখানে শুয়ে পড়ো।

স্ত্রী ইতস্তত করে। এবার জাজিমের ভেতর থেকে ভেজা চুলের গন্ধ তাদের নাকে আসে। যেন এই প্রথম রুমের দিকে চোখ বুলাচ্ছে এমন ভয়ার্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে স্ত্রী বলে, আমি এখানে কাপড় খুলতে পারব না।

লোকটা স্ত্রীকে বলে নিচে যেটা পরেছ খুলে ফেলো। একই কথা পুনরায় বলে, অন্তর্বাস খুলে ফেলো। তারপর গাড়োয়ানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। একটা ঘোড়া গাড়ির জোত থেকে খুলে দাও। ঘোড়ায় চড়ে আমি গ্রামের দিকে যাব। গাড়োয়ান বের হয়ে যায়। স্ত্রী তার দিকে পেছন ফিরে প্রস্তুত হয়ে নেয়। সেও স্ত্রীর উল্টো দিকে মুখ করে দাঁড়ায়। স্ত্রী বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে গায়ের ওপর একটা কাপড় টেনে দিয়ে সজোরে একবার চিৎকার ছুড়ে দেয়। ব্যথা বেদনার কারণে তার দেহের মধ্যে যতখানি চিৎকার জমা হয়েছিল তার থেকে মুক্তি পেতে সব যেন একবারে বের করে দিতে চায়। জাজিমের পাশে চুপচাপ দাঁড়িয়ে হেনরি স্ত্রীকে যেন চিৎকার বের করে দিতে সুযোগ দেয়। স্ত্রী চুপ হয়ে গেলে মাথা থেকে হ্যাটটা খুলে এক হাঁটু মেঝেতে মুড়ে স্ত্রীর বুঁজে থাকা চোখের ওপরের সুন্দর ললাটে চুমু দেয়। হ্যাটটা পুনরায় মাথায় দিয়ে বৃষ্টির ভেতর বের হয়ে যায় সে। গাড়ি থেকে ছাড়ানো ঘোড়াটা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে; সামনের দুপায়ের খুর রাস্তার ওপর যেন গেঁথে আছে। গাড়োয়ান বলে, আমি গদি নিয়ে আসি।

–না, গদি লাগবে না, লাগামসহ ছেড়ে দাও। ওভাবেই আমি চালিয়ে নিয়ে যাবো। বাক্স-পেটরাসহ আর যা যা আছে ভেতরে নিয়ে রান্নাঘরে রেখে দাও। তোমার স্ত্রী আছে কি?

–না, মারা গেছে; বয়স হয়েছিল।

–মেয়ে আছে?

–না, মেয়ে নেই। তবে খোদাকে ধন্যবাদ–আমার ছেলের বউ আছে।

–তাকে আসতে বলা যায় না?

–হ্যাঁ বলছি। আপনি সহিসালামতে যান। হেনরি আরব গাড়োয়ানকে সুন্দর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভেজা গোঁফের আড়ালে তার দিকে তাকিয়ে হাসতে দেখে। সে নিজে হাসছে না। তবে সোজা দৃষ্টিতে লোকটাকে হাসতে দেখে। তারপর তার দিকে হাত বাড়িয়ে দিলে গাড়োয়ান আরবী কেতায় তার আঙুলের অগ্রভাগ ধরে নিজের ঠোটের কাছে তুলে নেয়। পায়ের তলার কয়লার কুচি কচমচ করে হেনরি লম্বা কদমে ঘোড়ার দিকে এগিয়ে যায়; দুপা ছড়িয়ে গদি ছাড়া ঘোড়ার পিঠে উঠে দুলকি চালে চলতে শুরু করে সে।

কিছুদূর এগিয়ে গেলেই রাস্তার মোড়ে পৌঁছে যায়: ওখান থেকে আসার সময় গ্রামের দিকে আলো দেখতে পেয়েছিল। বৃষ্টি থেমে গেছে; আলোগুলো এখন চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যে ফুটে উঠেছে। সে দেখতে পায়, ডানে আঙুর ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা গ্রামের দিকে চলে গেছে। আঙুর ক্ষেতের ভেতরে এখানে সেখানে আঙুরের মাচা চকচক করছে। অর্ধেক পথ পাড়ি দিয়ে ঘোড়াটা হাঁটার মতো ধীর গতিতে চলতে থাকে। সে একটা আয়তাকার কুঁড়েঘরের সামনে চলে আসে। ঘরটার এক অংশে একটা রুম সুরকির তৈরি। আরেকটা বড় অংশ কাঠের তক্তার তৈরি। ক্যান্টিনের মতো একটা অংশ বের হয়ে এসেছে বড় অংশটা থেকে। তার ওপরে একটা বড় মাদুর ঝুলিয়ে দেওয়া আছে। সুরকির তৈরি রুমের ভেতরের দিকের দরজায় লেখা আছে: ম্যাম জ্যাকস ফার্ম ক্যান্টিন। দরজার নিচ থেকে আলো চুইয়ে পড়ছে। দরজার একদম কাছে পৌঁছে ঘোড়া থেকে না নেমেই কড়া নাড়ে সে। সঙ্গে সঙ্গে দৃঢ় অনুনাদী কণ্ঠ ভেসে আসে ভেতর থেকে, কী চাই?

–আমি সেন্ট আপোত্রে প্রপার্টির নতুন ম্যানেজার। আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠেছে। সাহায্য দরকার।

ভেতর থেকে কেউ উত্তর দেয় না। হুড়কো খুলে যায়, অর্গল তুলে ফেলা হয় এবং দরজাটা অর্ধেক খুলে যায়। মাথাভর্তি কালো কোঁকড়ানো চুল, মাংসল গণ্ডদেশ আর পুরু ঠোটের ওপরে মোটা নাকের একজন ইউরোপীয় মহিলার চেহারা সামনে পরিষ্কার হয়ে ওঠে। সে বলে ওঠে, আমি হেনরি করমারি। আপনি কি আমার স্ত্রীর পাশে থাকতে পারবেন? আমি ডাক্তার আনতে যাচ্ছি।

মানুষ আর দুর্ভাগ্য মাপতে অভ্যস্ত দৃষ্টি নিয়ে মহিলা তার দিকে তাকায়। আর কিছু না বলে সেও মহিলার দিকে কিছুটা সমান্তরালে তাকিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আর কিছু বলে না। মহিলা বলে, আমি যাচ্ছি। আপনি তাড়াতাড়ি যান।

মহিলাকে ধন্যবাদ দিয়ে সে ঘোড়াকে পা দিয়ে নাড়া দিল এগিয়ে চলার ইঙ্গিত করে। কেল্লা জাতীয় দুটো শুকনো মাটির দেয়াল বরাবর এগিয়ে গিয়ে কয়েক মুহূর্ত পরেই গ্রামে প্রবেশ করল সে। সামনে একমাত্র রাস্তা; তার দুপাশে একই রকমের সব একতলা বাড়ি। রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখতে পেল বাধানো একটা ছোট উন্মুক্ত জায়গা। বিস্ময়ের সঙ্গে দেখতে পেল ওখানে ধাতব অবয়বের একটা বাদনমঞ্চ। রাস্তার মতোই উন্মুক্ত জায়গাটাতেও কোনো জনমানব নেই। আরেকটু এগিয়ে গিয়ে ঘোড়াটা থেমে গেলে বুঝতে পারল সামনে একটা বাড়ি। গুরুগম্ভ^ীর রঙের বুনুস পরিহিত একজন আরব অন্ধকার থেকে বের হয়ে তার দিকে এগিয়ে এল। তাকে ভালো করে দেখার পর করমারি বলল, ডাক্তারের বাড়ি খুঁজছি। তাকে ভালো করে নিরীক্ষণ করে লোকটা বলল, আসুন। দুজনে আবার রাস্তায় চলে এল। রাস্তা থেকে উঁচুতে অবস্থিত একটা পাকা বাড়ির নিচতলায় সাদা রং করা সিঁড়ির কাছে লেখা দেখতে পেল, ‘লিবার্টে এগালিটে ফ্রেটার্নিটে’। এর পরই দেখা গেল একটা বাগান; বাগানের চার ধার কোনো রকমে দেয়াল ঘেরা। বাগানের একেবারে শেষ মাথায় একটা ঘর। আরব লোকটা আঙুল তুলে ওই ঘরটা দেখিয়ে বলল, ওইটা। ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে পড়ল করমারি। অক্লান্ত পদক্ষেপে সে বাগানটা পার হয়ে গেল। বাগানের ঠিক মাঝখানে শুকিয়ে যাওয়া পাতা আর পচে যাওয়া কাণ্ডের একটা বেঁটে তালগাছ। সে দরজায় টোকা দিল। কিন্তু কেউ সাড়া দিল না। কয়েক পা পিছিয়ে এসে পেছনে দেখতে পেল, আরব লোকটা নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করছে। করমারি আবার টোকা দিল। এবার পায়ের আওয়াজ পাওয়া গেল। তবে দরজা পর্যন্ত এসে থেমে গেল সে আওয়াজ। দরজাও খুলল না। আরেকবার টোকা দিয়ে সে বলল, আমি ডাক্তার সাহেবের খোঁজে এসেছি।

তখনই হুড়কো খোলার শব্দ হলো এবং দরজা খুলে গেল। একজন লোক বেরিয়ে এলেন। গোলগাল মুখের চেহারায় অল্প বয়সী মনে হলো তবে চুলগুলো প্রায় সাদা। লম্বা লোকটার শরীর বেশ পেটা। পাদুটো ঢেকে আছে তার চাপা চোঙা জাতীয় পাজামায়। গায়ে একটা শিকারে বের হওয়ার জ্যাকেট। মুখের ওপর হালকা হাসি ছড়িয়ে তিনি জানতে চাইলেন, আপনি কোথা থেকে এসেছেন? এদিকে আপনাকে আগে দেখেছি বলে মনে হয় না। করমারি তার পরিচয় এবং আগমন সম্পর্কে খুলে বললে তিনি বললেন, ও আচ্ছা, মেয়র সাহেব বলেছিলেন আপনার কথা। তবে জানেন কি, এদিকটা বাচ্চা জন্মদানের জন্য বড় অনুপযোগী জায়গা। করমারি বলল, বাচ্চার জন্ম হওয়ার কথা ছিল আরো পরে। কোথাও কোনো গোলমাল হয়ে গেছে। তখন তিনি বললেন, ঠিক আছে, ওরকম সবারই হতে পারে। আপনি এগোন; আমি ম্যাটাডরকে জিন পরিয়ে আসছি।

বৃষ্টি আবার শুরু হয়েছে। পেছন পথের মাঝামাঝি এসে ডাক্তার তার ধূসর রঙের চিত্রঘোটকে উঠলেন। করমারি তার বিশাল খামারী ঘোড়ায় সোজা টান টান হয়ে চলেছে। ডাক্তার তার সমান্তরালে চলে এসে বলে উঠলেন, এখানে এসে পৌঁছনো কঠিন। তবে মশা আর ঝোপঝাড়ের আড়ালের ডাকাতের কথা বিবেচনায় না আনলে দেখবেন এখানে অনেক ভালো কিছুও আছে। মশাদের কথা বলতে গেলে, বসন্ত না আসা পর্যন্ত মশা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আর ডাকাতের কথা.... বলেই তিনি হাসতে লাগলেন। তবে করমারি কোনো কথা না বলেই সঙ্গীর সমান্তরালে চলতে লাগল। তার দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে ডাক্তার আবার বললেন, ভয় করবেন না। সবকিছু ঠিকমতোই চলবে।

করমারি তার দিকে গাঢ়, উষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ভয় পাচ্ছি না। আঘাত সহ্য করার অভিজ্ঞতা আছে।

–এটাই কি আপনাদের প্রথম সন্তান?

–না, চার বছর বয়সী আরেকটা ছেলে আছে। আলজিয়ার্সে আমার শাশুড়ির কাছে রেখে এসেছি।

রাস্তার মোড়ে এসে তারা ওই বাড়িটার দিকের পথ ধরল। আবারো রাস্তার কয়লার কুচিগুলো ঘোড়া দুটোর খুরের আঘাতে ছিটে ছিটে উঠছে। ঘোড়া দুটো থেমে গেলে আবারো নীরবতা নেমে এল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে সজোর একটা চিৎকার ভেসে এল। করমারি এবং ডাক্তার ঘোড়া থেকে নেমে পড়েন।

বৃষ্টির পানি টপটপ করে চুইয়ে পড়ছে একটা লতানো গাছ থেকে। তার নিচে দাঁড়িয়ে দেখা গেল একটা ছায়া শরীর তাদের জন্য অপেক্ষমাণ। আরো কাছে এসে তারা আরব গাড়োয়ানকে চিনতে পারল। তার মাথার ওপরে বস্তা কেটে তৈরি একটা আচ্ছাদন। ডাক্তার বলে উঠলেন, স্বাগতম, কাদদুর। বাড়ির ভেতরের খবর কী?

–ভেতরের খবর ঠিক জানি না। ভেতরে মহিলারা থাকলে সাধারণত ঢুকি না।

ডাক্তার মন্তব্য করলেন, উত্তম নিয়ম, বিশেষ করে মহিলারা যখন চিৎকার করে কাঁদছে।

তবে আর কোনো চিৎকার বা কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে না। ডাক্তার ভেতরে ঢুকলেন। তার পেছনে করমারি।

তাদের সামনে উনানে আঙুর গাছের শুকনো লতার আগুন ছাদের মাঝখান থেকে ঝুলানো কেরোসিন লণ্ঠনের চেয়ে বেশি আলো দিচ্ছে। ডান দিকের সিঙ্ক তোয়ালে আর ধাতব বাসন কোসনে ভরা। মাঝখানের টেবিলটা সরিয়ে বামদিকে এবড়ো থেবেড়ো কাঠের তৈরি একটা তক্তার কাছে নিয়ে রাখা হয়েছে। সেটার ওপরে রাখা হয়েছে একটা পুরনো ভ্রমণ ব্যাগ, একটা হ্যাট রাখার বাকসো আর বিভিন্ন ধরনের পোটলা পুটলি। একটা বড় চটার বাকসো, পুরনো ব্যাগপত্র ইত্যাদিতে রুমের বাকি জায়গাটা ভরে আছে। তাতে রুমের শুধু মাঝখানে, আগুনের খুব কাছে একটু ফাঁকা জায়গা রযেছে। ওই ফাঁকা জায়গাটুকুতে আগুনের ডান কোণায় একটা জাজিম বিছানো। সেই জাজিমের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে প্রসূতি। তার মাথা একটা উদোম বালিশের ওপর আর খোলা চুল এলিয়ে আছে বাইরের দিকে। জাজিমের ওপর বিছানো কম্বলটা জাজিমের শুধু অর্ধেকটা ঢেকে আছে।

জাজিমের খোলা জায়গাটুকু ঢেকে আছে ক্যান্টিনের মালিক মহিলার কারণে। সে হাঁটু মুড়ে বসে পাশের বেসিনে একটা তোয়ালে থেকে লালচে ফোটায় পড়া পানি চিপে ফেলছে। ডান পাশে বোরকাহীন একজন আরব মহিলা আড়াআড়ি পায়ে বসে গির্জায় খাবারের অঞ্জলি দেওয়ার মতো করে ধরে আছে একটা বাষ্প-ওঠা গরম পানির এনামেল বেসিন। প্রসূতির গায়ের নিচে ভাঁজ করে দেওয়া একটা চাদরের দুপাশে দুজন মহিলা। উনানের আলো এবং ছায়া একবার পড়ছে আরেকবার উঠে যাচ্ছে সাদা রং করা দেয়ালের গায়ে, গাদাগাদি করে রাখা ব্যাগের ওপর এবং আরো বেশি ঘন হয়ে পড়ছে এবং উঠছে দুজন সেবিকার মুখের ওপর আর কম্বলের ওপর স্তুপ হয়ে থাকা প্রসূতির উপর।

(চলবে)

দ্য ফার্স্ট ম্যান: পর্ব ১

এসএ/

Header Ad
Header Ad

নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই মানেই ফুটবল দুনিয়ায় বাড়তি উত্তেজনা। স্প্যানিশ ফুটবলের এই দুই মহারথীর লড়াই কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে মিশে আছে স্পেন ও কাতালুনিয়ার জাতিসত্ত্বার লড়াই এবং রক্তাক্ত গৃহযুদ্ধের ইতিহাসও।

এবারের কোপা দেল রে ফাইনালে (শনিবার দিবাগত রাত ২টা, বাংলাদেশ সময়) আবার মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সা। তবে এবারের লড়াইয়ে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ তুলে রিয়াল মাদ্রিদের মধ্যে সৃষ্টি হয়েছে অস্থিরতা। সেভিয়ায় ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন করেনি রিয়াল, সংবাদ সম্মেলনেও আসেননি কোচ ও খেলোয়াড়রা। এমনকি দুই ক্লাবের কর্মকর্তাদের আনুষ্ঠানিক নৈশভোজেও থাকছেন না রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। গুঞ্জন উঠেছিল, রিয়াল হয়তো ফাইনাল বয়কটও করতে পারে। তবে শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খেলবে।

এদিকে, বার্সেলোনার সামনে রয়েছে ট্রেবল জয়ের স্বপ্ন টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। লা লিগায় শীর্ষে থাকা বার্সা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে। কোপা দেল রে শিরোপা তাদের ট্রেবল যাত্রার প্রথম ধাপ হতে পারে।

 

ছবি: সংগৃহীত

বার্সার জন্য দুঃসংবাদ, ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি এই ফাইনালে খেলতে পারবেন না। তার জায়গায় শুরুতে দেখা যেতে পারে ফেরান তোরেসকে। তবে দলের বাকিরা সুস্থ ও প্রস্তুত রয়েছেন। লিগের শেষ ম্যাচে অধিকাংশ মূল খেলোয়াড় বিশ্রামে থাকায় বার্সেলোনা কিছুটা সতেজ ভাবেই নামবে মাঠে।

রিয়াল মাদ্রিদেও রয়েছে ইনজুরি সমস্যা। দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে চোটে পড়েছিলেন আর্সেনালের বিপক্ষে ম্যাচে। শেষ মুহূর্তে তার ফিটনেস দেখে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডিফেন্ডার ফার্লান্দ মেন্ডি ফাইনালে থাকছেন না, এটা নিশ্চিত।

এখন পর্যন্ত সামগ্রিক এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এগিয়ে—১০৫ জয়। বার্সেলোনা জয় পেয়েছে ১০২ ম্যাচে। তবে কোপা দেল রে’র ইতিহাসে এগিয়ে আছে বার্সা। ৩৭ দেখায় বার্সা জিতেছে ১৬ ম্যাচ, রিয়াল ১৩টি। ৮ ম্যাচ ছিল ড্র।

তবে কোপা দেল রে’র ফাইনালে ৭ বার এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে, যেখানে রিয়াল জিতেছে ৪ বার এবং বার্সা ৩ বার।

চলতি মৌসুমে দুই দলের দুই দেখায় দুটিতেই বার্সেলোনা জয়ী হয়েছে—লা লিগায় ৪-০ এবং সুপারকোপা দে এস্পানার ফাইনালে ৫-২ ব্যবধানে।

 

স্টেডিয়াম: দে লা কার্তুহা, সেভিল
সময়: বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা

 

Header Ad
Header Ad

মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নাঈম সরকার (১৯) নামের এক যুবককে মাদকাসক্তির কারণে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা মফিজুল ইসলাম। ছেলের মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

মফিজুল ইসলাম উপজেলার কোম্পানীগঞ্জের নগরপাড় এলাকার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা নোটারী পাবলিক কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে ছেলে নাঈমের সঙ্গে পারিবারিক, সামাজিক ও আর্থিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন।

হলফনামায় মফিজুল উল্লেখ করেন, নাঈম একাদশ শ্রেণির ছাত্র হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন নেশাজাত দ্রব্যে আসক্ত হয়ে পড়েছে। এতে পরিবারে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি হচ্ছিল। গভীর রাতে বাড়ি ফেরা, মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করা এবং নানা অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছিল নাঈম। পরিবারের মান-মর্যাদা রক্ষার স্বার্থে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ প্রসঙ্গে মফিজুল ইসলাম বলেন, "সন্তানের এমন বিপথগামী আচরণে আমি অত্যন্ত মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। অবশেষে পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।"

Header Ad
Header Ad

গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

দেশজুড়ে ক্রমাগত গরম বাড়ছে। সামনে তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে লোডশেডিং ও ভোগান্তি বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। তবে এ নিয়ে আশার খবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, "এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আমরা সীমিত পর্যায়ে তা নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা নিয়েছি। আমাদের প্রজেকশনে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। আশা করছি, অনেকটাই ম্যানেজ করতে পারবো।"

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'জ্বালানি সংকট উত্তরণের পথ' শীর্ষক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

সেমিনারে উপদেষ্টা আরও জানান, লোডশেডিংয়ের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে সমন্বয় রক্ষা করা হবে। জ্বালানি আমদানি করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে হবে। এলএনজি আমদানির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের মেয়াদ স্বল্প হওয়ায় কাজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "জ্বালানির ক্ষেত্রে যেকোনো কাজ সম্পন্ন করতে সময় লাগে। আমরা এমন কিছু হাতে নিচ্ছি না, যা সম্পন্ন করা সম্ভব নয়। অগ্রাধিকার দেওয়া হয়েছে বকেয়া পরিশোধে। বিল পরিশোধ না করলে কোনো দেশ ব্যবসা করবে না।"

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। লাইন লিকেজ ও গ্যাস চুরির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়ও কমিয়ে আনা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, "আগামী বছর আর কোনো বকেয়া থাকবে না, শুধুমাত্র কারেন্ট পেমেন্ট দিতে হবে। ভর্তুকি বাড়বে না, বরং কমবে। আমরা যে সংকটের গহ্বরে পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।"

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে উপদেষ্টা জানান, বিট নিলামে কাউকে পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন শেষে পুনরায় রি-টেন্ডার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?
৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ
রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা
বাইরে থেকে ফিরেই ঠান্ডা গোসল? সাবধান! এই অভ্যাস ডেকে আনতে পারে বিপদ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা