বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রত্যাহার চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আজ রোববার মামলাটি বাতিল ঘোষণা করে তাকে খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে খালাস পান ড. ইউনূস।

১২ জুন এই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম, সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নুরজাহান বেগম, এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী ইউসুফ আলী, জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, প্রতিনিধি মাইনুল ইসলাম এবং গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কামরুল হাসান।

উল্লেখ্য, গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১ ফেব্রুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। গত ২ এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগর আদালত।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলা করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

Header Ad
Header Ad

ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, ঘরের মাঠে লজ্জার হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সিলেটে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, আর ভরাডুবি হলো বাংলাদেশের। ৭ বছর পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগারদের বিপক্ষে টেস্ট জয় তুলে নিল রোডেশিয়ানরা। সেই সঙ্গে ৪ বছর পর টেস্টে ফিরল জয়ের ধারায়।

চতুর্থ ইনিংসে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। তাদের ৯৫ রানের উদ্বোধনী জুটিই মূল ভীত গড়ে দেয়। বেনেট ৫৪ রান করে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, আর কারান ফিরেছেন ৪৪ রান করে।

বাংলাদেশের পক্ষে একাই লড়েছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ পুরো ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচে একক নায়ক হলেও দলকে জেতাতে পারেননি তিনি। একই ম্যাচে ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেন এই অফ স্পিনার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫, ফলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের।

ম্যাচে জয়ের স্বপ্ন জাগিয়েও শেষরক্ষা হয়নি বাংলাদেশের। শেষদিকে এনগারাভা ও ওয়েসলি মাদেভারের অবিচ্ছিন্ন ১৩ রানের জুটিতে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে কখনও টেস্টে ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে—সিলেটে সেই রেকর্ডও ভেঙে দিল তারা। সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা, আর বাংলাদেশ পড়ে গেছে সমালোচনার চাপে।

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে প্রথম আব্দুল্লাহ

মো. আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন মো. আব্দুল্লাহ। তিনি জিপিএসহ সর্বমোট ৯৬ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার মেধাতালিকা ১২০ নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত ছিল ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর যোগ করা হয়। মো. আব্দুল্লাহ সর্বোচ্চ নম্বর পেয়ে মেধাতালিকায় শীর্ষস্থান দখল করেন।

চট্টগ্রাম জেলার অধিবাসী আব্দুল্লাহ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি দ্বিতীয়বারের মতো কুবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর আগে তিনি গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি ছিলেন।

নিজের সাফল্য সম্পর্কে আব্দুল্লাহ বলেন, “এতদূর আসার জার্নিটা মোটেও সহজ ছিল না। একজন সেকেন্ড টাইমার হিসেবে মানসিকভাবে নিজেকে স্থির রেখে আবার নতুন করে প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষায় অংশ নেওয়া অনেক কঠিন। গত বছর সর্বোচ্চ চেষ্টা করেও লক্ষ্যে পৌঁছাতে পারিনি। পরে নোবিপ্রবিতে ভর্তি হই। নিজেকে স্থির রেখে আবারো প্রস্তুতি নেই, যার ফল আজ আমার সামনে। আমি কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি, যারা সবসময় পাশে থেকেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার মা-বাবাকে হতাশ করিনি।”

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন কেন্দ্রের ৩০টি ভেন্যুতে মোট ২১ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

Header Ad
Header Ad

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আলোচিত এই মামলায় এ পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, "আসামিকে ঢাকায় আনা হচ্ছে, তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।"

এর আগে রবিবার রাতে ঢাকার মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে—কামাল (১৯), জুনায়েদ (১৯) ও সানি (১৯)। এছাড়া সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি হৃদয় মিয়াজিকে (২৩), যিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানার যুগ্ম সদস্যসচিব।

পরদিন রাতেই পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন- মেহরাজ ইসলাম, গিফফারি পিয়াস, মাহাথির হাসান, তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম।

উল্লেখ্য, গত শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে তিন শিক্ষার্থীর তর্ক হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মীমাংসার পর ক্যাম্পাস থেকে বের হতেই তাকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, ঘরের মাঠে লজ্জার হার বাংলাদেশের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে প্রথম আব্দুল্লাহ
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার
তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প
এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা
আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস
কাশ্মীরের হামলা ‘সাজানো’ দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার
স্বৈরাচারের দোসররাই ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে আগুন দিয়েছে: রিজভী
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি
সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু
ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক
এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন
সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির (ভিডিও)
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে চলছে আলোচনা
বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল