যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়িচাপায় নিহত ৫
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে বড়দিনের প্যারেডে বেপরোয়া গাড়িচাপার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। রবিবার (২১ নভেম্বর) বিকালে অঙ্গরাজ্যটির ওয়াউকেশা কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত এসইউভি গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজন একজনকে।
স্থানীয় পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেন, ‘এ ঘটনায় শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।’ তবে ঘটনাটিকে এই মুহূর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করছেন না তিনি।
পুলিশ প্রধান জানান, ‘এই ঘটনার জেরে আপাতত সোমবার স্থানীয় স্কুল বন্ধ থাকবে। একইসঙ্গে রাস্তায় গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।’
সামনেই বড়দিন। প্রতি বছরের মতো এ বছরও ওয়াউকেশা কাউন্টিতে প্যারেডের আয়োজন করা হয়। ঘটনার দিন প্যারেডে অংশ নিচ্ছিলেন কয়েক শ মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, প্যারেড চলাকালীন আকস্মিক একটি লাল রঙের এসইউভি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতি ছিল ঘণ্টায় অন্তত ৬৪ কিলোমিটার। গাড়িটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আশপাশের নিরাপত্তাবাহিনীর সদস্যরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কিন্তু এটিকে থামানো যায়নি। ঘটনার পরপরই শুরু হয় হুড়োহুড়ি।
টিটি/এসএ/