ইসরায়েলে জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
ইসরায়েল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার ইসরায়েল এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, "মঙ্গলবার ইরানের মিসাইল হামলার নিন্দা জানাতে গুতেরেস ব্যর্থ হয়েছেন।" তিনি জাতিসংঘ মহাসচিবকে "পারসোনা নন গ্রাটা" আখ্যা দিয়ে ইসরায়েলবিরোধী হিসেবে চিহ্নিত করেছেন।
এক বিবৃতিতে কার্টজ গুতেরেসকে "ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসীদের সমর্থন দেন" বলে মন্তব্য করেন। তার অভিযোগ, জাতিসংঘ মহাসচিব সন্ত্রাসী, ধর্ষক এবং হত্যাকারীদের মদদ দিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্ম তাকে জাতিসংঘের কলঙ্কিত মহাসচিব হিসেবে মনে রাখবে।
মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে তিনি ইরানের হামলা বিশেষভাবে উল্লেখ করেননি। এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, "মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বন্ধ করতে হবে।"
ইরান মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে পশ্চিম তীরে রকেটের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এক ফিলিস্তিনি নিহত হন।
এদিকে, লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। সোমবার ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে, যার ফলে ৯৫ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৪১,৬০০ মানুষ নিহত এবং ২৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।