মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

না জানিয়ে পাকিস্তানের আকাশপথ ব্যবহার নরেন্দ্র মোদির

ছবি: সংগৃহীত

চার দশক পর সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফর করেন নরেন্দ্র মোদি। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। তবে নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা না দেয়ায় এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি পোল্যান্ড থেকে দিল্লিতে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছেন। সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে মোদিকে বহনকারী বিমান। ৪৬ মিনিট অবস্থানের পর সকাল ১১টা ১ মিনিটে পাকিস্তান ছাড়ে ওই বিমান।

সূত্র জানায়, ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ এলাকা দিয়ে ভারতের অমৃতসরে প্রবেশ করে।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (পিসিসিএ) সূত্র মতে, পাকিস্তানি আকাশসীমা বাণিজ্যিক ভারতীয় বিমান চলাচলের জন্য উন্মুক্ত ছিল।

প্রধানমন্ত্রীর বিমান বিদেশের আকাশে ওড়ানোর জন্য আলাদা বিশেষ অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় নরেন্দ্র মোদির গুড উইল বার্তা দেয়ার ঐতিহ্যকে উপেক্ষা করেছেন। তার এই সিদ্ধান্তে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ফের আলোচনা শুরু হতে পারে।

প্রসঙ্গত, বালাকোট এয়ারস্ট্রাইকের পর ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তবে দু বছর পর ভারতের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশপথ খুলে দেয় দেশটি। এরপর থেকে সরাসরি উড়ানে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে ভারতীয় বাণিজ্যিক বিমানগুলো।

Header Ad
Header Ad

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মূল বসতবাড়ির কোনো ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, অগ্নিকাণ্ডের একটি ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করে দাবি করা হয়েছে- সন্ত্রাসীরা আবারও আগুন দিয়েছে। একই সঙ্গে সাদ্দামের পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সাদ্দাম হোসেনের বাড়ির প্রাচীর-সংলগ্ন খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের টিনশেড ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। মধ্যরাতে ঘরে আগুন দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম জানান, মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা সময়মতো না এলে আগুন বসতঘরেও ছড়িয়ে পড়ত। আমার স্বামী আমিনুল হক প্রামাণিক একজন গেরিলা মুক্তিযোদ্ধা। তিনি তিন বছর ধরে শয্যাশায়ী। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক।

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, সাদ্দাম হোসেনের বাড়ির পাশে খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। সেই ঘটনায় পুরো বাড়ি পুড়ে যায়। পরিবারের দাবি অনুযায়ী, তখন তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করা হয়।

Header Ad
Header Ad

নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ

নিহত কলেজছাত্র আব্দুল আলীম। ছবি: ঢাকাপ্রকাশ

নিখোঁজের তিন পর টাঙ্গাইলের কালিহাতীতে একটি সেফটি ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকার জামাল বাদশার সেফটি ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

আব্দুল আলীম পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের জহুরুলের ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা বাড়ির পিছনে গেলে সেফটি ট্যাংকের কাছ থেকে পচা দুর্গন্ধ পেয়ে সেফটি ট্যাংকের কাছে এগিয়ে গেলে ট্যাংকের ভিতরে লাশের মত কিছু দেখতে পায়। পরে এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়।

এরপর পুলিশ এসে সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের সাথে থাকা মানিব্যাগের ভিতর মোটরসাইকেলের কিছু কাগজপত্র দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে খবর পেয়ে আলীমের পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখে শনাক্ত করে।

পরিবার জানায়, আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি এবং অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে জানতে পারেন একটি মরদেহ উদ্ধার খবর। তাদের ধারণা, কেউ আব্দুর আলীমকে হত্যা করে তার মরদেহ ঘুম করার উদ্দেশ্যে সেফটি ট্যাংকে ফেলেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয় এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হওয়ার প্রসঙ্গ টেনে দলটির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

সবাইকে সাবধান করে তিনি আরও লিখেছেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) রামপুরা-বাড্ডায় এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বেশ মানুষের সমাগম দেখা গেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন