বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

টানা বর্ষণে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলে ১০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু। এখন পর্যন্ত বৃষ্টির কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। গত তিনদিনের টানা বর্ষণে রাজ্যটির দক্ষিণাঞ্চলে স্তব্ধ জনজীবন, ঘরবন্দি হয়ে আছেন কয়েক হাজার মানুষ। একাধিক জেলায় বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে রাজ্যটির তিরুনেলভেলি, তেনকাশী, তুতিকোরিন, কন্যাকুমারী এবং থুথুকুড়ি জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিপাতের কারণে তিরুনেলভেলি ও তেনকাশী জেলার সব স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ছবি ঘুরছে, তাতে দেখা গেছে প্রায় এক তলা সমান বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

রাজ্যের মুখ্য সচিব শিব দাস মিনা জানিয়েছেন, ‘আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টি হওয়ার কথা ছিল তা ছাপিয়ে গেছে। গত তিনদিনের বৃষ্টিতে তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলা মিলিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৩ জন দেয়াল চাপা পড়ে, ৪ জন পানিতে ডুবে, ২ জন বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মুখ্য সচিব জানান, রাজ্যের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। যার ফলে ওই দুই জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত বর্ষণের ফলে এই জেলাগুলোতে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ইতোমধ্যেই দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও।

এই অবস্থায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে উপযুক্ত ত্রাণ তহবিল ঘোষণারও দাবি জানিয়েছেন স্ট্যালিন।

সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের ৮ মন্ত্রী এবং ১০ জন আইএএস কর্মকর্তাকে ত্রাণ এবং উদ্ধারের কাজে পাঠানো হয়েছে। অন্য এজেন্সিগুলোর সঙ্গে রাজ্য দুর্যোগ মোকাবিলা দলের ১৫টি টিম এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের ১০টি টিম দুর্গত এলাকায় কাজ করছে। যারা এখন পর্যন্ত সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদেরকে ১৪৩টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। বন্যা কবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে খাবার বিতরণ চলছে।

Header Ad
Header Ad

নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডোমিনিকান রিপাবলিকের সান্তো ডোমিঙ্গোতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে জেট সেট নামের ওই ক্লাবটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পেশাদার বেসবল খেলোয়াড়ও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, এ ঘটনায় আরও অন্তত ১৫৫ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় ক্লাবটিতে প্রায় ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন এবং একটি কনসার্ট চলছিল।

ছাদ ধসের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রিয়জনদের খোঁজে। উদ্ধারে অন্তত ২২টি সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে। এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ক্লাবের ছাদের মাঝখানে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে কনসার্ট চলাকালীন ছাদের পেছন দিক থেকে কিছু পড়তে দেখা যায়, এরপরই লাইট ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে ছাদ ধসে পড়ে। মানুষের চিৎকার ও আতঙ্কের শব্দে এলাকা ভারি হয়ে ওঠে।

তবে ছাদ ধসের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

Header Ad
Header Ad

সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার

সাবেক এমপি মোরশেদ আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা

সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে পিটিয়ে আবারও পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে জামিনে মুক্তির পর সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার রাতে তিনি জেলখানা থেকে মুক্তি পান। জেলখানা থেকে মুক্তির পরই তাকে জেলগেট থেকে আটকে মারপিট করে ছাত্র-জনতা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ছাত্রজনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর একটি হত্যাচেষ্টা মামলায় তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। অধ্যাপক ডা. আব্দুল আজিজ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা