বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ইমরান খানকে আটকের পরিকল্পনা!

আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছেন বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা। ‘আজাদি মার্চ’ নামে এ কর্মসূচি বুধবার শুরু হয়েছে। এই লংমার্চ কর্মসূচি পণ্ড করতে দলের নেতা ইমরান খানকে আটকের পরিকল্পনা আটছে সরকার।

একথা নিশ্চিত করেছেন পাকিস্তানের এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা। জিও টিভি সূত্রে এতথ্য জানাগেছে।

Police with canes hit a vehicle on Wednesday that is embarking on PTI's Azadi march. —DawnNewsTV

ইমরানের পূর্ব-ঘোষিত লংমার্চ কর্মসূচি পণ্ড করতে আগে থেকেই সব ব্যবস্থা নেওয়া হয়। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা পর্যন্ত মোতায়েন করা হয়েছে। লাহোর, করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতেও ঘোষণা করা হয়েছে ১৪৪ ধারা।

 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Dawn Today (@dawn.today)

এর আগে মঙ্গলবার (২৪ মে) মধ্যরাতে দেশজুড়ে পিটিআই নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এতে কয়েক ঘণ্টার মধ্যে চার শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

PTI leader Hammad Azhar manages to get across the obstacles and crossed Lahore. —Photo courtesy: PTI/Twitter

 

জিও নিউজ নিশ্চিত করেছে, শুধু লাহোরেই ১৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসব বাধা উপেক্ষা করে ইসলামাবাদে এসে ‘আজাদি মার্চ’ সফল করার নির্দেশ দেন ইমরান খান।

জিও নিউজ আরও জানায়, এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোও ইমরানকে আটকের পরিকল্পনা করছে এবং তাকে আটক করলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা ভেবেছেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই মিছিলে সহিংসতা ঠেকানোর জন্য তাদের আটক করা ছাড়া আর কোনো উপায় নেই।

গত রোববার খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক রাজধানী পেশোয়ারের এক জনসভা থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চের ঘোষণা দেন ইমরান। খান তার সমর্থকদের একত্রিত হওয়ার আহ্বান জানান।

সমর্থকদের 'সত্যিকারের স্বাধীনতা'র জন্য পথে বের হয়ে আসতে বলেন ইমরান। এর এক দিন পরেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এ মিছিল হতে দেবে না। এর বিপরীতে ইমরান খান যুবসমাজকে নিজের হাতে বাধা অতিক্রম করার আহ্বান জানিয়েছেন।

A police official in riot control gear attempting to detain Hammad Azhar (in red cap) on Wednesday. —DawnNewsTV

পাকিস্তানের গণমাধ্যম ডন নিশ্চিত করেছে, ইমরান খান পেশোয়ারের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি খাইবার পাখতুনখোয়ায় ওয়ালিতে হেলিকপ্টারে নেমে তার সমর্থকদের সঙ্গে কথা বলেছেন।

এর আগে মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম ডিপিএ নিউজ এজেন্সিকে এক সাক্ষাৎকারে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী, পিটিআই নেতা ও পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ‘পুলিশ মধ্যরাতে অন্তত ১ হাজার ১০০ নেতাকর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে।’

এদিকে সোমবার মধ্যরাতে পুলিশের ওই আটক অভিযানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল পুলিশ পিটিআই’র জনৈক কর্মীর বাড়িতে প্রবেশ করছে এবং তার পরিবারের সদস্যদের হয়রানি করছে। লাহোরে এক পিটিআই নেতার বাড়িতে অভিযানকালে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

Header Ad
Header Ad

শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ আরো ৪২ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরো দুই শ থেকে তিন শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশে মামলাটি থানায় রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সুনামগঞ্জের পার্বতীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদি হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটিকে মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদির ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

Header Ad
Header Ad

ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে তর্ক-বিতর্কের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে উইটকফ জানান, জেলেনস্কি চিঠির মাধ্যমে ওভাল অফিসের পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন এবং ওভাল অফিসের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্পও কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনসের ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তবে চিঠিতে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেননি তিনি।

যদিও স্টিভ উইটকফ ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে জেলেনস্কির চিঠিতে সঠিকভাবে কী লেখা আছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

ছবিঃ ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মো. মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বিজিবি সদস্য আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনা ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির মসজিদবাড়ি পোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য আটকের গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে বারোপোতা বাজারের উদ্দেশ্যে রওনা দেন হাবিলদার মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. মোজাম্মেল হোসেন। পথিমধ্যে মসজিদবাড়ি পোস্ট থেকে প্রায় ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিলদার মো. দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  
ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি
বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ  
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষের হত্যার ঘটনায় গ্রেপ্তার ২    
দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  
একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা লিখছে না : মির্জা আব্বাস  
যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
জরিপ অধিদপ্তরে নতুন ডিজি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান  
শ্রমিক অসন্তোষ মনিটরিংয়ে টোল ফ্রি হেল্পলাইন চালু ১৬৩৫৭
বেনাপোলে আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
সমালোচনার মধ্যে জনদাবি উপেক্ষিত হওয়া উচিত নয়: তারেক রহমান
বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু  
গোপালগঞ্জে দিনদুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি  
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : সম্প্রচার উপদেষ্টা  
মাদক মামলায় খালাস পেলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা