প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একইসঙ্গে, ঈদের তৃতীয় দিনেও অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে এমন দৃশ্য দেখা গেছে।
লম্বা ছুটির সুযোগ নিয়ে এখনও অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কেউ যাচ্ছেন আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাতে, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে অবকাশ যাপনের জন্য শহরের কোলাহল ছেড়ে বাইরে যাচ্ছেন। অন্যদিকে, যেসব মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরতে চান, তারা আগেভাগেই ঢাকায় ফিরছেন ভোগান্তি এড়াতে।
লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ছুটির ফলে এবার যাত্রীরা ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন, ফলে ঘাটে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে না। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেলস্টেশনেও। কেউ ফিরছেন কর্মস্থলে, আবার কেউ পরিবার নিয়ে রাজধানীর বাইরে ঘুরতে যাচ্ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। যাত্রীর চাপ ধাপে ধাপে কমার কারণে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে তীব্র ভিড় কিংবা দীর্ঘ যানজটের সমস্যা কম দেখা যাচ্ছে।
যাত্রীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে এবং যানজট এড়াতে আগেভাগেই তারা ঢাকা ফিরছেন। অন্যদিকে, যারা এখনো ঢাকার বাইরে যাচ্ছেন, তাদের অনেকে পরিবার নিয়ে স্বস্তিতে যাত্রা করতে পারছেন।
সাধারণ মানুষের যাতায়াতের এ ধারাবাহিকতা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।