বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

হজযাত্রীদের সঙ্গী হিসেবে শিশুদের নিষিদ্ধ করল সৌদি আরব

হজযাত্রীদের সঙ্গী হিসেবে শিশুদের নিষিদ্ধ করল সৌদি আরব। ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সঙ্গে শিশুদের হজস্থানে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনও ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

সৌদির এই মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেন নি।

চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

এদিকে, হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সেখানে হজযাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে। সূত্র: গালফ নিউজ।

Header Ad
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'বি' ইউনিটের বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপে যথাক্রমে ৩৫ দশমিক ১৬ শতাংশ ও ৫ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বি ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ । পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ‘বি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এই ইউনিটের অন্তর্ভুক্ত। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ টি। যার মধ্যে বাণিজ্য গ্রুপে ৩৬৭ টি, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ টি ও মানবিক শাখায় ২৬ টি। রাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

Header Ad
Header Ad

ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান

প্রতীকী ছবি

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন চলে না। কিন্তু যতই নতুন ফিচার আর শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত হোক না কেন, একটা সমস্যায় সবাই ভোগেন ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া। এই সমস্যা থেকে মুক্তি পেতে খুব জটিল কিছু করতে হবে না। কিছু সহজ অভ্যাস বদলালেই আপনার ফোনের চার্জ থাকবে আরও অনেক বেশি সময়।

দেখে নিন কোন কোন টিপসগুলো মেনে চললে ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে-

১. স্ক্রিনের উজ্জ্বলতা কমান
স্ক্রিন হলো ব্যাটারি খরচের প্রধান উৎস। অটো ব্রাইটনেস চালু করুন বা নিজে থেকেই উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন।

২. অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ বা ব্লুটুথ, ওয়াই-ফাই, মোবাইল ডাটা ও লোকেশন—সবই ব্যাটারি টানে। দরকার না হলে এগুলো বন্ধ রাখুন।

৩. ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
আপনার ফোনে থাকা ব্যাটারি সেভার অপশনটি চালু রাখলে চার্জ অনেকটা সময় টিকবে।

৪. অটো-আপডেট বন্ধ রাখুন
অ্যাপ অটো-আপডেট ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে, সঙ্গে ব্যাটারিও। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে এই ফিচারটি বন্ধ করে দিন।

৫. লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো
চলন্ত ওয়ালপেপার বা অ্যানিমেশন ফোনের প্রসেসরে বাড়তি চাপ ফেলে এবং ব্যাটারি খরচ বাড়িয়ে দেয়।

৬. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
প্রতিটি নোটিফিকেশন ফোনের স্ক্রিন অন করে এবং ব্যাটারি টানে। যেসব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই, সেগুলো বন্ধ করে দিন।

৭. অপটিমাইজড চার্জিং চালু করুন
নতুন অনেক ফোনে এই ফিচারটি আছে, যা ব্যাটারিকে অতিরিক্ত চার্জ হওয়া থেকে রক্ষা করে ও ব্যাটারির আয়ু বাড়ায়।

৮. ভালো মানের চার্জার ব্যবহার করুন
নকল চার্জার ব্যাটারির ক্ষতি করে। তাই সবসময় ব্র্যান্ডেড ও অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

৯. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যবস্থাপনা ভালো হয়। তাই নতুন আপডেট এলে ইনস্টল করে ফেলুন।

১০. অপ্রয়োজনীয় উইজেট বাদ দিন
হোম স্ক্রিনে অনেক বেশি উইজেট ব্যাটারি খরচ বাড়ায়। শুধু দরকারি উইজেটগুলো রাখুন।

Header Ad
Header Ad

সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি স্পষ্ট করেছে, তারা সংস্কারের বিরুদ্ধে নয়, বরং নিজেরাই সংস্কারের ধারক। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "সংস্কারের দন্তস্য উচ্চারণের আগেই দেশনেত্রী খালেদা জিয়া দিয়েছেন ভিশন ২০৩০।"

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা শুরু হয়।

আলোচনার সূচনায় নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি কোনো সংস্কারের বিরুদ্ধে নয়, বিএনপিই প্রকৃত সংস্কারের দল। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ। জনগণের সম্মতিতেই যেন সবকিছু হয়।”

গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই। সেই প্রত্যাশা নিয়েই আমরা এ কমিশন ও সরকারকে সহযোগিতা করছি।

যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান বিএনপির এ নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায়, তা আমরা জানি।

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান অংশ নেন।

দিনব্যাপী এ আলোচনা চলতে পারে বলে ঐক্য কমিশন সূত্রে জানা গেছে। আলোচনা শেষ না হলে প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বিএনপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা, যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।

সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চায় ঐকমত্য কমিশন।

সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। গত ১৩ মার্চের মধ্যে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছিল। মতামতের ভিত্তিতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐকমত্য কমিশন আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
ফোনের চার্জ দ্রুত শেষ? জেনে নিন ১০টি কার্যকর সমাধান
সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি
১ মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা, ১০ দফা দাবি পোল্ট্রি খামারিদের
গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ
বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!
পুলিশ পরিদর্শক হত্যা মামলায় আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
সাকিবের নির্বাচন কভারের ছবি ভাইরাল, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
ঋণ পরিশোধে সময় দিল রাশিয়া, ১৬ কোটি ডলার জরিমানা মওকুফ
হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
টাঙ্গাইলে ধানক্ষেতে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনাল
প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার
আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না : টিউলিপ সিদ্দিক
‘মিশন কমপ্লিট’ স্ট্যাটাস দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে
টেকনাফ স্থলবন্দরে তিন মাস ধরে ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি বন্ধ
খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ
টাঙ্গাইলে পহেলা বৈশাখের দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে