ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি

ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থান রাজ্যের মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দিরে এক মধ্যবয়সী ব্যক্তির গোপনে তরুণীর পায়ের ছবি তোলার ঘটনায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শর্ট স্কার্ট পরা এক তরুণীকে লক্ষ্য করে গোপনে তাঁর পায়ের ছবি তুলছিলেন ওই ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে তরুণী সরাসরি প্রতিবাদ করেন এবং তার মোবাইলে ধারণকৃত ছবি দেখিয়ে লোকটিকে একহাত নেন।
ভিডিওতে দেখা যায়, তরুণী অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, "আঙ্কেল, এটা কী? আপনি আমার পায়ের ছবি কেন তুলছেন?" প্রথমে ব্যক্তি অস্বীকার করলেও, পরে তাঁর মোবাইলের গ্যালারিতে তরুণীর বেশ কয়েকটি ছবি পাওয়া যায়। এতে তরুণী ক্ষুব্ধ হয়ে বলেন, "আপনার কি লজ্জা নেই? মন্দিরের মতো পবিত্র স্থানে আপনি এমন কাজ করছেন!"
এই ঘটনার ভিডিও তরুণীর এক বন্ধু ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, "আমার বন্ধু মন্দিরের বাইরে মা-বাবার জন্য অপেক্ষা করছিল, তখন এক বৃদ্ধ ব্যক্তি অস্বস্তিকরভাবে তার দিকে তাকাচ্ছিল এবং অনুমতি ছাড়াই তার পায়ের ছবি তোলে। সে যখন প্রতিবাদ করে, তখন কেউ এগিয়ে আসেনি।"
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। অনেকে রাজস্থান পুলিশ ও পর্যটন দপ্তরকে ট্যাগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
একজন মন্তব্য করেন, "এই লোক কারও বাবা, ভাই বা স্বামী। এত বয়সেও নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি এমন কেন!"
আরেকজন লেখেন, "দয়া করে কেউ যদি এই ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে ভিডিওটি তার পরিবারের কাছে পাঠান। সমাজে এমন আচরণের পরিণতি বুঝতে হবে সবাইকে।"
অন্য একজন বলেন, "এমন লোকদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা উচিত।"
তবে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
