ঋণ পরিশোধে সময় দিল রাশিয়া, ১৬ কোটি ডলার জরিমানা মওকুফ

ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশকে অতিরিক্ত সময় দিয়েছে ঋণদাতা দেশ রাশিয়া। মূলত ২০২৭ সালের মার্চ থেকে ঋণের আসল ও সুদ পরিশোধ শুরুর কথা থাকলেও, বাংলাদেশ সরকারের অনুরোধে তা পেছানো হয়েছে। রাশিয়া সরকার দেড় বছর সময় বাড়িয়ে ২০২৮ সালের ১৫ সেপ্টেম্বর থেকে পরিশোধ শুরুর নতুন সময় নির্ধারণ করেছে।
এছাড়া প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নেওয়া ৫০ কোটি ডলারের ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ না করায় যে ১৬ কোটি ডলারের বেশি জরিমানা হওয়ার কথা ছিল, সেটি মওকুফ করেছে রুশ প্রশাসন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিস্তি পরিশোধে জটিলতা তৈরি হওয়ায় রাশিয়া এ বিষয়ে নমনীয়তা দেখিয়েছে।
বুধবার ইআরডির ইউরোপ উইংয়ের প্রধান ড. মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরকারের নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমেই রাশিয়ার পক্ষ থেকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। প্রকল্পের কাজ এখনো চলমান থাকায় আরও সময় বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে এবং রাশিয়ারও এতে সম্মতি রয়েছে।
রূপপুর প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২.৬৫ বিলিয়ন ডলার, যার ৯০ শতাংশ অর্থাৎ ১১.৩৮ বিলিয়ন ডলার দিচ্ছে রাশিয়া। এ পর্যন্ত বাংলাদেশ প্রায় ৭.৭০ বিলিয়ন ডলার পেয়েছে, বাকিটা ২০২৫ সালের মধ্যে ছাড় হওয়ার কথা রয়েছে।
ইআরডির তথ্য অনুযায়ী, ঋণ পরিশোধে এক মাস দেরি হলে ৪.৫ শতাংশ জরিমানা দেওয়ার শর্ত ছিল। এই শর্তের কারণে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা হওয়ার কথা থাকলেও, সংশোধিত প্রটোকলে তা বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ২০১৭ সালে শুরু হয়। এটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন। প্রকল্পের নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
