বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গাজায় ‘চূড়ান্ত বিজয়’ লাভের আগ পর্যন্ত অভিযান চালাবে ইসরায়েল : নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চুড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী, তা ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে গাজা এবং লেবানন ইস্যুতে তার নেতৃত্বাধীন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, “গাজায় আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো সেখানে আমাদের আটকে থাকা জিম্মিদের উদ্ধার এবং ক্ষমতাসীন হামাসকে বিদায় করা। গাজায় চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

“হামাস গাজায় ক্ষমতাসীন থাকা অবস্থায় যদি যুদ্ধবিরতি হয়…তাহলে এই তারা ফের সংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং ইসরায়েলের লক্ষ্য করে বার বার হামলা চালাবে। তাই হামাসকে অবশ্যই বিদায় নিতে হবে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের একদল যোদ্ধা। সেখানে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা।

এ ঘটনার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজারেরও বেশি বং আহত হয়েছেন ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী এবং শিশু।

এদিকে গাজায় অভিযান পরিচালনা শুরুর পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে লেবাননভিত্তিক সশস্ত্র মুসলিম গোষ্ঠী হিজবুল্লা। লেবানন-ইসরাইল সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও।

তবে গত সপ্তাহ থেকে লেবাননের অভ্যন্তরে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন হিজবুল্লার চার জন শীর্ষ কমান্ডার।

জাতিসংঘে দেওয়া ভাষণে এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “নিজেদের ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষা করার সম্পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে এবং গাজা-লেবাননে আমরা ঠিক তা ই করছি...আমাদের লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত লেবাননে অভিযান চলবে।”

সূত্র : আলজাজিরা

Header Ad
Header Ad

গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের চালানো সর্বশেষ বিমান হামলায় আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের ছয় সদস্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি বাহিনী একের পর এক বিমান হামলা চালায়।

এই হামলায় উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি বাড়িতে একই পরিবারের ছয়জন, উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয়কেন্দ্রের কাছে চারজন এবং দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করতে থাকা দুজন প্রাণ হারান। এছাড়া খান ইউনিস শহরের বিভিন্ন স্থানে এবং আল-মাওয়াসি এলাকার আশ্রয়শিবিরে তিন শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন। একাধিক হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

অপরদিকে, পূর্ব জেরুজালেমে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত ছয়টি ফিলিস্তিনি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে শিক্ষা ও মানব উন্নয়ন কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলজাজিরার তথ্যমতে, চলমান সংঘর্ষে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন। ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে ফের হামলা শুরু করে ইসরাইল। গাজার উপকূলীয় অঞ্চল, শরণার্থী শিবির এবং শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Header Ad
Header Ad

যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট—এই আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বাইরে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট জেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।

Header Ad
Header Ad

নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডোমিনিকান রিপাবলিকের সান্তো ডোমিঙ্গোতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে জেট সেট নামের ওই ক্লাবটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পেশাদার বেসবল খেলোয়াড়ও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, এ ঘটনায় আরও অন্তত ১৫৫ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় ক্লাবটিতে প্রায় ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন এবং একটি কনসার্ট চলছিল।

ছাদ ধসের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রিয়জনদের খোঁজে। উদ্ধারে অন্তত ২২টি সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে। এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ক্লাবের ছাদের মাঝখানে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে কনসার্ট চলাকালীন ছাদের পেছন দিক থেকে কিছু পড়তে দেখা যায়, এরপরই লাইট ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে ছাদ ধসে পড়ে। মানুষের চিৎকার ও আতঙ্কের শব্দে এলাকা ভারি হয়ে ওঠে।

তবে ছাদ ধসের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি