শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ক্ষুদে যোদ্ধা

বৃষ্টি ভেজা মধ্যরাত!শুনসান নিরবতা আর জমকালো অন্ধকারে গুটি গুটি পায়ে জঙ্গলের পথ ধরে হেঁটে চলছে একদল ক্ষুদে যোদ্ধা।আবীর,অভি,অনল,অনিক আর আদনান পাঁচ তরুণ একসাথে একই স্কুলে পড়াশোনা করে।স্কুলে ওদের সবাই পঞ্চপাণ্ডব বলেই চিনে এবং ডাকে।পাঁচ বন্ধুর মাঝে গলায় গলায় ভাব দেখে অনেকে মনে মনে ওদের ঘৃণার চোখে ও দেখে এতে অবশ্য ওদের সম্পর্কে বিন্দুমাত্র ভাটা পড়ে না।হঠাৎ একদিন স্কুল বন্ধ হয়ে যায় কোন পূর্ব ঘোষণা ছাড়াই!অবাক হয় ওরা এরপর জানতে পারে দেশে যুদ্ধ লেগেছে।

পঁচিশে মার্চ রাতে একদল পাকিস্তানী হানাদার বাহিনী রাজধানীতে ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালায়।গ্ৰেফতার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই ক্ষোভে ফুঁসে উঠছে পুরো বাংলার আমজনতা। আবীর ছুটে যায় অভির বাড়িতে। অভি মন খারাপ করে বসে আছে আম গাছের তলায়। দুইজনে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে কিছুক্ষণ এরপর ছুটে যায় একে একে অনল অনিক আর আদনান এর কাছে।পাঁচ বন্ধু মিলে স্কুলের জামতলায় বসে সিদ্ধান্ত নেয় ওরা ও যুদ্ধে অংশগ্রহণ করবে। যেই ভাবা সেই কাজ যুদ্ধের জন্য প্রস্তুতি ও প্রয়োজনীয় যুদ্ধের সরঞ্জামের জন্য ওরা জসিম চাচার শরনাপন্ন হয়।জসিম চাচা প্রথমে ওদের বারণ করে কিন্তু শেষে ওদের আবদার আর জেদের কাছে হার মেনে রাজি হয় জসিম চাচা। ওদের সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে ভিন্নভাবে যুদ্ধ করার কথা বলে তিনি। ওদের পাঁচজনকে একটি দলে ভাগ করে দিয়ে ওদের কাজ বুঝিয়ে দেন জসিম চাচা। ওদের দলের নাম "পঞ্চপাণ্ডব ক্ষুদে যোদ্ধা।"

১৯ই আগষ্ট পরানপুর হাই স্কুলে পাক হানাদাররা ঘাঁটি স্থাপন করেছে। গ্ৰামের প্রভাবশালী চেয়ারম্যান আমজাদ আলীর সহযোগিতায় গ্ৰামে গ্ৰামে পাক সেনারা হানা দেয়। এলাকার চিহ্নিত মুক্তিযোদ্ধাদের বসত বাড়ি আগুনে পুড়িয়ে দেয়,হাঁস মুরগি গোরু ছাগল যার যা পায় তাই ধরে নিয়ে আসে। মাঝে মধ্যে গ্ৰামের যুবতী নারীদের ধরে নিয়ে এসে অমানবিক নির্যাতন চালায়।পুরো গ্ৰামটি পাক হানাদারদের দখলে জনশূন্য প্রায় গ্ৰামটি। গ্ৰামের বিস্তৃত মাঠে ঘুড়ি উড়াতো আবীর সহ তার চার বন্ধুরা মিলে,গ্ৰামের পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদীর অববাহিকা। সেখানে জেলেরা মাছ ধরতো সেই মাছ বাজারে উঠতো গ্ৰামের মানুষে গিজগিজ করতো হাট বাজার। আর এখন পুরো গ্ৰামে কেউ নেই যেনো মৃত্যুপুরী কোন এক ভূতুড়ে গ্ৰাম। আবীরদের সেই চিরচেনা মাঠ,স্কুল,রাস্তা সব কিছুই পাক সেনাদের কব্জায়। পুরো গ্ৰামকে দখল মুক্ত করতে তাই বদ্ধপরিকর হয়েছে পাঁচ তরুণ। পূর্ব পরিকল্পনা মোতাবেক পাঁচ তরুণ স্কুলের পিছনে ঘন জঙ্গলে লুকিয়ে থাকে দুপুর থেকে। তাদের উদ্দেশ্য মধ্য রাতে তারা পাক হানাদারদের উপর আক্রমণ করবে। তাই আগে থেকেই প্রয়োজনীয় গোলা বারুদ গ্ৰেনেড সহ যুদ্ধের যাবতীয় সরঞ্জাম সংগ্ৰহ করে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা হতে ঝিরিঝিরি বৃষ্টি ঝরে আর তাতেই ঝিমিয়ে পড়ে পাক সেনারা। ক্যাম্পে রাজাকার সহ পাক সেনারা প্রায় সাতাশ জন।

রাত দেড়টা বাজে এমন সময় পাঁচ তরুণ পাঁচ দিক হতে এলোপাথাড়ি গুলি চালায় পাক সেনাদের উদ্দেশ্যে। কিছুই বুঝে উঠার আগেই এগারোজন পাক সেনা নিহত হয়।বাকিরা পাল্টে আক্রমণ করে কিন্তু পাঁচ দিক থেকে গুলি আসায় বুঝতে পারছিলো না ওরা। তবুও লড়াই চালিয়ে যায় হঠাৎ করে এক পাক সেনার গুলি এসে লাগে অনলের বুকের বাঁ পাশে। তীব্র চিৎকারে লুটিয়ে পড়ে অনল।হাতের ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে বৃষ্টি ভেজা মাটিতে।অনলের আগুন মাখা রক্তে রঞ্জিত হয় পরানপুর হাই স্কুলের ভেজা মাটি। প্রায় ২৫ মিনিট ধরে চলতে লাগা রণযুদ্ধের অবসান‌ ঘটে। পাঁচ তরুণের এই রণযুদ্ধে নিহত হয় উনিশ পাক সেনা। বাকিরা পালিয়ে যায় রাতের অন্ধকারে। আবীর অভি আদনান অনিক মিলে আটক করে তাদের এলাকার চেয়ারম্যান আমজাদ আলীকে।হঠাৎ অভি বলে উঠে এই অনল কোথায় রে!চমকে উঠে সকলে রাতের অন্ধকারে খুঁজতে থাকে এদিক ওদিক। খুঁজতে খুঁজতে হঠাৎ আদনানের চিৎকারে সকলে একসাথে হয়। তাকিয়ে দেখে অনল সবুজ ঘাস হাতের মুঠোয় ধরে ঘুমিয়ে আছে চিরনিদ্রায় সেই ছুটে বেড়ানো স্কুল মাঠের মাটি আঁকড়ে ধরে।কান্নায় ভেঙে পড়ে আবীর অভি আদনান ও অনিক।

সকালের সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ে অনলের বুকের বাঁ পাশে। লেপ্টে থাকা রক্তে সূর্যের আলো পড়তেই দৃশ্যমান হয় আরো একটি নতুন রক্তিম সূর্যের। যেনো সূর্যের আলোয় আলোকিত নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি!পুরানপুর গ্ৰামের নতুন এক সূর্যের সূচনা হয়। পাক হানাদার মুক্ত হয় পরানপুর গ্ৰাম। আস্তে আস্তে মানুষজন ফিরতে শুরু করে।শুধু ফিরে আসে না অনল তার বন্ধুদের মাঝে। ছুটে বেড়ায় না অনল স্কুল মাঠে। আবীর অভি আদনান অনিক ওরা অপেক্ষায় থাকে অনল হয়তো আবার ও ফিরবে। দেশ স্বাধীনের পর অনল যেখানে মারা যায় সেখানেই নির্মিত হয় লাল রক্তিম শহীদ মিনারের স্মৃতিফলক। যার পাশেই লেখা
"ঘুমিয়ে আছে অনল এই চিরসবুজ ঘাসের বুকে!
মুক্তির কাণ্ডারী লাল সূর্য হয়ে থাকুক সে মহাসুখে!"



ডিএসএস/ 

Header Ad
Header Ad

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সমর্থকের বসতবাড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দায় ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থকদের হামলা ও বাড়ি লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক বিএনপি সমর্থকের বসতবাড়ি। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম আতাউর রহমান (৬০)। তিনি বিলউথরাইল গ্রামের মৃত ফজের আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সমর্থক। বিবাদমান একটি জমি নিয়ে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের আওয়ামী সমর্থকদের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁদেরকে নওগাঁ কারাগারে পাঠিয়েছে মান্দা থানা পুলিশ।

সংবাদ পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় ও উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দরা।

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সমর্থকের বসতবাড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তুহিন আলী (৪০), বুলবুল আহমেদ সুমন (৩২), মাইনুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৯), পিয়াস আহমেদ (১৯), ফিরোজ হোসেন (২৬), আবু সাইদ মন্ডল (৪৫), বিদ্যুৎ হোসেন গাইন (৩৬) ও এমাজ উদ্দিন মন্ডল (৫৫)।

ভুক্তভোগী আতাউর রহমান বলেন, ‘আমার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন বিলউথরাইল পশ্চিমপাড়ার আওয়ামীলীগ সমর্থিত লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার আওয়ামীলীগ সমর্থকের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেওয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, দুটি মোটরসাইকেল, জমির দলিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তা আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদেরকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়, যা উভয় নেতা মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা। এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের এক নৈশভোজে দুই নেতার কুশলাদি বিনিময় হয়। নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

এই নৈশভোজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলোর অধিকাংশই পেছন থেকে তোলা হয়েছে।

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে ওই নৈশভোজের কিছু ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশনে উল্লেখ করেন, “ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে।”

ড. ইউনূস বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন, যেখানে তিনি বিমসটেক সম্মেলনে যোগ দিয়েছেন। ২ এপ্রিল শুরু হওয়া এই সম্মেলন ৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবারের ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে ইউনের প্রেসিডেন্সি বাতিল করা হয়, যার ফলে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হিউং-বে আদালতের রায়ে বলেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং তার পদক্ষেপ ছিল গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, ইউন জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এবং সামরিক আইন জারি করে দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এই রায়ের পক্ষে আটজন বিচারপতি একমত হয়েছেন বলে জানানো হয়। আদালতের রায় ঘোষণার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দে উল্লাস প্রকাশ করেন এবং "আমরা জিতেছি!" স্লোগান দিতে থাকেন, যা দক্ষিণ কোরিয়ার কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানোর সংকেত।

এছাড়া, ৬৪ বছর বয়সী ইউন সুক-ইওল এখনও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফৌজদারি বিচারের সম্মুখীন হচ্ছেন। জানুয়ারিতে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরে মার্চে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে তাকে মুক্তি দেয়।

এ সংকট শুরু হয়েছিল ৩ ডিসেম্বর, যখন ইউন সুক-ইওল সামরিক আইন জারি করেছিলেন, কিন্তু মাত্র ছয় ঘণ্টার মধ্যে সংসদ সদস্যরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্টে প্রবেশ করে এবং আইনটি নাকচ করে দেয়। পরবর্তীতে ইউন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং দাবি করেন, তার কখনও জরুরি সামরিক শাসন জারি করার ইচ্ছা ছিল না।

প্রতিবাদ চলতে থাকলেও আদালতের রায়ের ফলে দেশের রাজনৈতিক অস্থিরতার ওপর একটি প্রভাব পড়বে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি