শনিবার, ২৯ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রকৃতিতে বসন্তের আগমন

ছবি : ঢাকাপ্রকাশ

ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুচক্রের পালাবদলের মাধ্যমে শীতের পরেই আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। ফাল্গুন-চৈত্রের হাত ধরেই প্রকৃতিতে বসন্তের আবির্ভাব।

এ সময় শীতের রিক্ততা কাটিয়ে প্রকৃতিতে বসন্ত নিয়ে আসে নতুনত্ব। গাছে গাছে নতুন পত্রপল্লব, আম্রমুকুল,কোকিলের কুহুতান,পুষ্পের প্রস্ফুটিত হবার চিত্রই জানিয়ে দেয় এখন বসন্তকাল। এ সময় কুয়াশার চাদরে মোড়ানো নির্জীবতা থেকে বেরিয়ে এসে প্রকৃতি তার নতুন রঙে মেতে উঠে এবং তার সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রাণচঞ্চল।

ছবি : ঢাকাপ্রকাশ

বসন্তের ছোঁয়ায় প্রকৃতি ফিরে পায় তার সজীবতা। গাছে গাছে ভ্রমরের গুঞ্জন ,উড়ে বেড়ানো প্রজাপতির দল, ঘাস ফড়িং এর তিরিং বিড়িং লাফানো প্রকৃতিকে দান করে এক অনন্যতা। শীতের অসার পরিবেশে মলিনতা দূর করতেই যেন ঋতুচক্রের খেলায় মানুষের হৃদয়স্পর্শ করে আসে বসন্ত। মৃতপ্রায় প্রকৃতিকে প্রাণ সঞ্চার করতেই প্রকৃতি সাজে বসন্তের বর্ণিল রঙে। শতব্যস্ত থাকা শহুরে মানুষের মাঝে বসন্তের ছোঁয়া না লাগলেও গ্রামীন মানুষ তাদের মনের ক্যানভাসে বাসন্তীর রঙ মেখে প্রকৃতির সাথে নিজের সাদৃশ্যতা গড়ে তোলে।

নতুনত্বের বরণে বৃক্ষরাও তার পুরনো পত্র ঝরিয়ে নতুন কুড়ির উল্লাসে মেতে উঠে। বসন্ত মানেই হরেক ফুলের সৌরভে মুখরিত প্রকৃতি। তাইতো কবি বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। সৌন্দর্যের অপার মহিমা ছড়াতে এ সময় পথে পথে শিমুল, রজনীগন্ধা,চামেলি, জুই,পলাশ,বকুল, রঙ্গন প্রভৃতি রঙিন বর্ণের ফুল ফুটে থাকে। তাইতো রঙিন বসন্তের হাজারো রুপের ঝলক ফুটে উঠে কবির কবিতায়,শিল্পীর তুলিতে। কবিগুরু তার কবিতায় বলেছেন, আহা আজি এ বসন্তে,কত ফুল ফোটে, কত বাঁশি বাজে,কত পাখি গায়।

বসন্তের মৃদুমন্দ হাওয়ার দোলে প্রকৃতি হয়ে ওঠে নবযৌবনা। বসন্তের দখিনা হাওয়ায় যেন মানব হৃদয় উতলা হয়ে উঠে।

ছবি : ঢাকাপ্রকাশ

বাঙালি চিরকাল উৎসব প্রেমী।বসন্তকে কেন্দ্র করে বাঙালির মাঝে চলে নানা আয়োজন। বারো মাসে তেরো পার্বনের শুরুটাই যেন বসন্তকে বরণের মধ্যে দিয়ে শুরু হয়। প্রকৃতিতে ঋতুরাজ নিজেই তার স্বকীয়তা আপন ভঙ্গিতে বিলিয়ে দিতে থাকলেও উৎসব প্রেমী বাঙালি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তকে বরণে মেতে উঠে। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, মোঘল সম্রাট আকবর ১৪০০ সালের দিকে বাংলা নববর্ষের গগণা শুরু করেন। সেসময় থেকেই ১৪ টি উৎসবের প্রবর্তন করেন তিনি। তার মধ্যে বসন্ত উৎসব অন্যতম।

১৪০১ সালে বাংলাদেশে প্রথম বসন্ত উৎসব উদযাপন করা হয়। এরপর থেকে প্রতিবছর জাতীয়ভাবে বসন্ত উৎসব পালন করে আসছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। বসন্তকে বরণে পুরুষ -রমণীদের পরনে এসময় বাসন্তী রঙের শাড়ি পান্জাবী শোভা পেতে দেখা যায়। শুধু তাই নয় রেশমী চুড়ি,খোপায় লাল,হলুদ বর্ণের ফুল তরুণীদের খোপায় সজ্জিত হতে দেখা যায়। এমনকি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণও বসন্তকে আলিঙ্গনে প্রস্তুত থাকে। বিশ্ববিদ্যালয়ের আঙিনা রঙিন আলপনায় শোভা পেতে দেখা যায়।নাচ, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন মেতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রাঙন।এসময় ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের পাশাপাশি মেলা বসতেও দেখা যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে রমনীদের সাজগোজের সামগ্রী ছাড়াও বাহারী পিঠার পসরাও এ মেলায় বসে থাকে।

বাংলাদেশ ছাড়াও পাশের দেশ ভারতেও বসন্তকে আলিঙ্গনে চলে নানা আয়োজন। এদিন তারা হোলি খেলার মাধ্যমে বসন্তকে স্বাগত জানায়।

বসন্তের আরেক মানে যেন বাঙালির নবজাগরণ।কেননা এ বসন্তেই বাঙ্গালীজাতি তাদের প্রথম জাগরণের উত্থান ঘটিয়েছিল। রাজপথ রঞ্জিত করে ভাষা আন্দলনের বীজ রোপিত হয়েছিল রঙিন বসন্তে। আর এর সফল উন্মোচন হয়েছে ৭১ এ স্বাধীনতার মাধ্যমে।

সর্রোপরি বসন্ত প্রেম, উৎসব, বিদ্রোহের সমারোহে আচ্ছাদিত হয়ে তার সৌরভ ছড়িয়ে বাঙালির চেতনাকে জাগিয়ে তোলে নব আঙিকে।

লেখক ,
মোছা.রাবিতা খন্দকার
বিশ্ববিদ্যালয়: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বিভাগ : সাংবাদিকতা মিডিয়া এবং যোগাযোগ

Header Ad
Header Ad

সৌদি আরব ঈদের তারিখ ঘোষণা করবে রাত ৯টার পর

ছবি: সংগৃহীত

সৌদি আরব পবিত্র শাওয়াল মাস ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ জনগণকে ঈদের চাঁদ অনুসন্ধান করার আহ্বান জানানো হয়েছে।

‘ইনসাইড দ্য হারামাইন’ ওয়েবসাইটে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হবে। এর মানে হল, বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদি আরবে ঈদের তারিখ জানা যাবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ (রমজানের ২৯তম দিন) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তারা জানায়, ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে, যা খালি চোখে কিংবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে দেখা সম্ভব হবে না।

এতে স্পষ্ট হয়ে উঠেছে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবারের রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

Header Ad
Header Ad

রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে। জনগণের স্বার্থে প্রয়োজনে বিএনপি আবারও রাজপথে নামবে।"

শনিবার (২৯ মার্চ) রাজধানীর বাড্ডার বেরাইদে এক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, "দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ভুল ব্যাখ্যার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা।"

এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কোনো বিদেশি শক্তির পক্ষে নয়। দলটি ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র—কাউকেই সমর্থন করে না।

তিনি আরও বলেন, "অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।" বিএনপির দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল।

Header Ad
Header Ad

কারাবন্দিদের জন্য ঈদের বিশেষ আয়োজনে থাকছে ভালো খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

ঈদের দিন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ সবার থাকে না, বিশেষ করে কারাবন্দিদের। তবে তাদের জন্যও বিশেষ আয়োজন করে কারা কর্তৃপক্ষ, যাতে বন্দিরা অন্তত ঈদের আনন্দের কিছুটা স্বাদ পেতে পারেন। এ আয়োজনের মধ্যে রয়েছে বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদুল ফিতর উপলক্ষে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি জামাত কারাগারের স্টাফদের জন্য এবং একটি জামাতে অংশ নেবেন কারাবন্দিরা। শনিবার (২৯ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈদের দিন সকাল ৭টা ও ১০টায় কারাগারের স্টাফদের জন্য পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, সকাল ৮টায় কারাগারের মাঠে বন্দিদের জন্য জামাতের আয়োজন করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

সকালের নাশতায়: মুড়ি, পায়েস অথবা সেমাই।

দুপুরের খাবারে: গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। যারা গরুর মাংস খাবেন না, তাদের জন্য খাসির মাংস রাখা হবে।

রাতের খাবারে: সাদা ভাতের সঙ্গে রুই মাছ ও আলুর দম পরিবেশন করা হবে।

কারা সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বন্দিরা স্বাভাবিক সময়ের চেয়ে ৫ মিনিট বেশি সময় ধরে স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাবেন।

এছাড়া, ঈদের দিন স্বজনরা বন্দিদের সঙ্গে দেখা করতে পারবেন, তবে রান্না করা খাবার আনতে পারবেন না। ঈদের দ্বিতীয় দিন বাসা থেকে রান্না করা খাবার আনার অনুমতি থাকবে।

কারা স্টাফদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। ঈদের দিনে দায়িত্ব পালন করা কারা স্টাফদের জন্য বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।

এ আয়োজনের মাধ্যমে ঈদ উৎসবের আনন্দ কিছুটা হলেও কারাবন্দিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কারা কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সৌদি আরব ঈদের তারিখ ঘোষণা করবে রাত ৯টার পর
রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
কারাবন্দিদের জন্য ঈদের বিশেষ আয়োজনে থাকছে ভালো খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ
পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে পুতিনের সতর্কবার্তা
অস্ট্রেলিয়ায় ঈদ আগামী ৩১ মার্চ  
বাংলাদেশেও বড় ভূমিকম্পের শঙ্কা, ফায়ার সার্ভিসের বিশেষ সতর্কবার্তা
মেট্রোরেলে নেই চিরচেনা ভিড়, বন্ধ থাকবে ঈদের দিন
নাটোর ডিসি বাংলোর বাঁশবাগান থেকে শতাধিক সিলমারা ব্যালট উদ্ধার
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ-বিজিবি-আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা
ঈদের তারিখ ঠিক করতে কাল সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি
ইংল্যান্ডে ফিরেই হামজা জাদু, শীর্ষে তুললেন শেফিল্ডকে
এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নানি বললেন ‘আগে গোপনে মারতাম এখন ওপেনে মারব’
ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা  
মায়ানমারে মৃত্যু ১০ হাজার ছাড়াতে পারে : ইউএসজিএস  
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
তিস্তা নদী ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে চীন