কৃষ্ণচূড়ায় রঙিন চারদিক
কৃষ্ণচূড়ার এই রঙিন বেলায় গ্রীষ্মের উত্তাপে শান্তির রঙ বিছিয়েছে চারিদিকে। যে দিকে চোখ যায় যেন পরাণ জুড়ায়। আনাচে কানাচে ছেয়ে গেছে কৃষ্ণচ‚ গাঢ় লাল মুকুটে। গ্রীষ্মের প্রচণ্ড তাপওদাহে একটু শরীর জুড়াতে ও মন রাঙাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এখন স্থান মেলে এই কৃষ্ণচূড়া আলিঙ্গনে। পাখির কিচির মিচির। বাতাসের শোঁ..শোঁ.. শব্দ। চিকন সবুজব পাতার দোল খাওয়ার ঠিক মাঝখান থেকে লাল রক্তিম কৃষ্ণচূড়া উঁকি মারে।
এদিকে লালে লাল, ফুলে ফুলে প্রকৃতি বইছে আপন সাজে। যেন কেড়ে নিয়ে যায় মন। পথতরু হিসেবে দারুণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কৃষ্ণচূড়া সমারহো। পায়ে চলা পথে, সড়কদ্বীপে, সড়ক বিভাজকে এর দেখা মেলে। এই কৃষ্ণচূড়ার রঙে রঙিণ হয়ে কত প্রেমিক ছড়িয়েছে প্রেমের উত্তাপ। কবি সৌম্যকান্তি চক্রবর্তী লিখেছিলেন-
‘কৃষ্ণচূড়ার রঙ লেগেছে মনের গভীর কোণে
তাইতো ভাবি তোমায়, এত পড়ছে কেন মনে?’
যদি বলি-এত করে কেন মনে পরে? দখিনা বাতাস যেন আলত করে ছুঁয়ে দিয়ে বলে যায়, এইত সেই রঙ, যেখানে পুড়ে পুড়ে- দীর্ঘশ্বাস হয় মাতাল। হয় কৃষ্ণচূড়া! এইত সেই চূড়া, যেখানে উঠে আজ আস্ত ছন্নহারা। আগুনের মতই রক্তাক্ত বিষের ছোবল তুমি সেই কৃষ্ণচূড়া। তাই’ত আজও ভাসি সেই অন্তিমে যেখানে খোদাই করা আছে-
‘কাঞ্চনের সামনে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া গাছটির দিকে,
তাকিয়ে থাকার মানুষটি
আজ গন্ধরাজকে ভালোবাসে।’
ঠিখ এমনই ভাবেই হয়ত রক্তিম কৃষ্ণচূড়ার প্রেমে মাতাল হয়ে কত কবি সাহিত্যিকরা লিখে গেছেন মনে গহীনের কথামালা। কৃষ্ণচূড়াকে আরো রাঙিয়ে গেছেন তাঁরা।
বাংলার কবি শফিকুল রাজু হয়ত তার প্রেমের সুর থেকে ‘কৃষ্ণচূড়া’ কবিতায় লিখেছিলেন-
এই শহরের রাজপথগুলো যেন মরুভূমি!
পিতলের থালার উপর দাঁড়িয়ে দেখি চকচকে আলো
রেসের ঘোড়ার মতো ছুটে চলে কোমল মরীচিকা
কাজলমাখা চোখগুলো ঘামে জবুথবু;
একুরিয়ামে পাশে রাখা ফুলদানির নেতিয়ে পড়া গোলাপ,
এই শহরে কৃষ্ণচূড়া মাত্রই প্রেমের অসুখ।
কৃষ্ণচূড়ার মধ্যে ভালোবাসা খুঁজলে এভাবে বলা যায় কিনা- ভালোবাসা যেন সকলেই ভালোবাসে। ভালোবাসা রঙিণ, ভালোবাসা পোড়ায়, ভালোবাসায় আবার যন্ত্রণাও। তবুও ভালোবাসা সে অদ্ভুত এক শান্তনা। সেই স্রোতই যেন বুকের গহীনে প্রেম জাগে।
কৃষ্ণচূড়া আলিঙ্গনেই যেন ভেসে ওঠে হৃদয়ের নীল বেদনা। মেঘ নেই, তবু মেঘ ডুবি। গোধুলী লুকায় অন্ধকারে। নিমিষেই অনুভুতি যেগে ওঠে সেই বারান্দায়। তাইতো বারংবার কৃষ্ণ পক্ষের আগমনে রাধা চূড়াও জেগে ওঠে আপন সুরে। এইতো কৃষ্ণচূড়ার রঙিন বেলা। যেখানে প্রেমের অসীম রঙ কৃষ্ণচূড়া।